সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৯:১৪

সবচেয়ে বড় ভুল ছিল ভালবাসা…

সবচেয়ে বড় ভুল ছিল ভালবাসা…

অনন্যা পাটোওয়ারি অনু : কেউ একটু খানি ভালোবাসা পাবার জন্য দিন রাত কাঁদে।আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। পৃথিবীটা খুব স্বার্থপর, স্বার্থপর পৃথিবীর মানুষ গুলো, প্রয়োজন শেষ হয়ে গেলে কেউ কাউকে ছুড়ে ফেলে দিতে এক মুহূর্তও ভাবেনা।

সম্পর্ক কখনো শেষ হয়না।শেষ হয় দুজনের দেখা। শেষ হয় একসাথে পথচলা।দূরত্ব বাড়তে বাড়তে দুজন দুদিকে চলে গেলেই সম্পর্ক শেষ হয়না।
আবার কখনো দেখা হয়,কোনদিন দেখা না হলেও মনে পড়ে যায়। মনেরঅজান্তেই মনে পড়ে যায়। বিড়বিড় করে পুরনো কথা ভাবি আর বলি -একটা মানুষ ছিল।
সে মানুষটা কোথায়?..কেমন আছে?..

ভালো থাকলে ভালো, খারাপ থাকলে আমার কি ! আমিও যে তেমন ভালো নেই! তবু আলাদা হয় মানুষ, আলাদা হবার অভিনয়ে।
সম্পর্ক শেষ হয়না, আমরা রাখতে পারিনা।

সম্পর্কে জড়ালেই বিপদ,কখনো ভোলা যায় না।প্রত্যেকটা মানুষই বিপদে আছে, যে যার মত করে অল্প, ভয়ংকর কিংবা নিষ্ঠুর”না ভুলতে পারা” জনিত
বিপদে……….

আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল কাউকে ভালবাসা…..আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে আজও……….এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি।মনে হয় মৃত্যুই আমাকে শান্তি দিতে পারবে।
অনন্যা পাটোওয়ারি অনু এভাবেই নিজের কষ্টের কথা ফেসবুক বন্ধুদের জানান।)
১ ফেব্রুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে