সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:২১:২৭

যদি এবং তবুও

যদি এবং তবুও

যদি গলে যায় সুমেরুর সব পাষাণ-বরফ
ঢেকে যায় মরুময় সাহারা আরব ,
সূর্য্যকে ছেপে যায় কুয়াশার মেঘ
অযূত মাইল হয় বাতাসের বেগ ,
না ওঠে দিনমণি না আসে প্রভাত
নূহের প্লাবন এলে রেখে হাতে হাত ,
হৃদয়ের আলোয় তবু থেকো কাছাকাছি
বোলো তবুও ''হে প্রিয় ! তোমায় ভালোবাসি ''
লীন কিংবা বিলীন হয় যূগল এই দেহ
যেন একই সাকিন হয় মাটির গেহ।
কবি: আব্দুল মান্নান
১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে