চোখের জলে ফসল ফলে
দোজাহানের মাঠে
জাহান্নামের আগুন নেভে
শয়তানে হাড় চাটে।
খোদার সনে হৃদয়কোণে
নিশুত রাতের কান্না
জান্নাতেরই গুলবাগিচায়
ছড়ায় মণি পান্না।
চোখের পানি অনেক দামি
নয়কো তাহা ফেলনা
তাহার চেয়ে অনেক দামি
এ জীবন নয় খেলনা।
তওবা দিয়ে সওদা করি
খোদার রহমত
চোখের পানির রাহা হবে
জান্নাতেরই পথ।
কথাগুলো পরম খাঁটি
বিন্দুও নয় মেঁকি
চলুন তবে মোমিন সবাই
চেষ্টা করে দেখি।
কবি: আব্দুল মান্নান
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস