সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২৭:০০

বন্ধু : ফরিদা ইয়াসমিন সুমি

বন্ধু : ফরিদা ইয়াসমিন সুমি

‘ আমার চোখে বন্ধুতা’ বন্ধুতা মানে বিনি সূতোয় গাঁথা শেষ না হওয়া এক স্বর্গীয় বন্ধন। এর মত পূত -পবিত্র মায়াবী বন্ধন আর দ্বিতীয়টি নেই। এই সম্পর্কের আলিঙ্গন বড় তীব্র -মধুর! বন্ধুতা মানে যতটা ব্যক্ত হয়েছে তার চেয়েও অনেক বেশি অব্যক্ত কথামালা! বন্ধুতা মানে আচমকা ঝুঁটি ধরে টান মেরে চুল এলোমেলো করে দেয়ার কিংবা পিঠের ওপর গুড়ুম শব্দে মুষ্টিবদ্ধ মিষ্টি কিল মারার স্বাধীনতা! বন্ধুতা মানে সুড়সুড়িতে হেসে গড়াগড়ি খেয়ে চোখে জল চলে আসার মত সুখ। বন্ধুতা মানে কখনোই জিততে না চাওয়া! বন্ধুতা মানে বন্ধুর অশ্রু নিজের চোখে বইয়ে দেয়ার অধিকার! বহুমাত্রিক এই বাঁধন যেনো মায়ের হাতের টক -ঝাল -মিষ্টি আচারের মত লোভনীয়, দু ’হাতে চেখে চেখেও যে স্বাদের তৃপ্তি মেটে না! বন্ধুতা মানে একই বর্ষাতির নীচে বর্ষা পার করে দেয়া! বন্ধুতা মানে পা টিপে টিপে পেছন থেকে চোখ চেপে ধরা! বন্ধুতা মানে মুখে জল ছিটিয়ে ঘুম থেকে জাগানো! বন্ধুতা মানে অকারণে জড়িয়ে ধরে কেঁদে বুক ভাসানো! বন্ধুতা মানে পাড়ার রোমিওর দেয়া প্রেমপত্র গোপনে ভাগাভাগি করে পড়া! বন্ধুতা মানে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার প্রতিযোগিতা! বন্ধুতা মানে একে অপরের বড় হয়ে যাওয়া দেখা! বন্ধুতা মানে কলমের যৎসামান্য আঁচড়ে একে সংজ্ঞায়িত করার চেষ্টা না করা! কারণ, বন্ধুতা মানে বিশাল কিছু! যা ছিন্ন হবার নয়, জীর্ণ হবার নয়! বন্ধুতা সবসময়ই মাড় দেয়া কাপড়ের মত কড়কড়ে নতুন! টেকসই রঙে ফুলেল নকশায় বোনা! জয়তু বন্ধুতা। লেখক : কবি ও চিকিৎসক
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে