বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৫২:৩৪

দাড়িওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিতে চাওয়ায় কলেজ পড়ুয়া আধুনিক মেয়ে বাবাকে যা বললেন

দাড়িওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিতে চাওয়ায় কলেজ পড়ুয়া আধুনিক মেয়ে বাবাকে যা বললেন

পাঠকই লেখক ডেস্ক: আজকালকার আধুনিক মেয়েদের মধ্যে বড় একটা অংশ বর হিসেবে দাঁড়ি-টুপিওয়ালা ছেলেদের ভাবতেই পারেন না। কিন্তু কেন? আমাদের মুসলিম সমাজটা এমনতো ছিল না। দাঁড়ি রাখা টুপি পরা দুটোই সুন্নত। যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের করতে বলেছেন।

আজকের আধুনিক সমাজে কোন দাঁড়িওয়ালা ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে গেলে কি ঘটনা ঘটে। তা নিচের এই কাল্পনিক গল্পটি পড়লে কিছুটা আঁচ করা যায়।

বাবার পছন্দ করা দাঁড়িওয়ালা (প্র্যাকটিসিং মুসলিম যুবক) ছেলেটিকে ভার্সিটি পড়ুয়া উচ্চ শিক্ষিতা মেয়ের মোটেই পছন্দ হয়নি! বরং মেয়ে তো বাবার উপর রীতিমত ক্ষিপ্ত হয়ে বলল-
“বাবা, আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোন অধিকার তোমার নেই। আমারও তো একটা পছন্দ আছে, একটা সিদ্ধান্ত আছে, একটা মত আছে। আমার সে মতের কোন মূল্য কি তোমার কাছে নেই?”
বাবা নরম গলায় বলল- “মা, আমি অবশ্যই তোর ভাল চাই। দেখ, ছেলেটা ধার্মিক, নিয়মিত নামাজ-রোজা করে, স্বভাব-চরিত্রেও ভাল।”
মেয়ে অগ্নিশর্মা হয়ে বলল- “ওরকম একটা ব্যাকডেটেড, দাঁড়িওয়ালা হুজুর টাইপের, আনস্মার্ট ছেলেকেই তুমি আমার জন্য উপযুক্ত ভাবলে কি করে, বাবা? Have you gone mad??.........
ভার্সিটি পড়ুয়া আধুনিক মেয়ের মুখের উপর অসহায় বাবার আর কিছুই বলার থাকলো না। অবশেষে, মেয়ের পছন্দ অনুযায়ী আধুনিক ও স্মার্ট ছেলের সাথেই মেয়েকে বিয়ে দিতে বাধ্য হলেন বাবা!

বিয়ের কিছুদিন পর দেখা গেলো......

মেয়েটার ওই স্মার্ট বর প্রায়ই গভীর রাতে অফিস পার্টির নাম করে বিভিন্ন নাইট ক্লাবে আসা যাওয়া করে, মদের বোতল হাতে ঢুলতে ঢুলতে বাসায় আসে। স্বাভাবিকভাবেই মেয়েটি প্রতিবাদস্বরূপ বলল যে- “বিয়ের আগে মদ খেতে, এখনো খাও?” উত্তরে তার স্বামী বলল যে এসব তার আধুনিকতা ও স্মার্টনেসের অংশ! মেয়েটি আবারো প্রতিবাদ করায় স্বামী তাকে শারীরিকভাবে নির্যাতন করলো!
অন্যদিকে ওই ব্যাকডেটেড, আনস্মার্ট, ধার্মিক দাঁড়িওয়ালা ছেলেটাও অন্য একজনকে বিয়ে করে নিল।

হে আধুনিক মেয়ে,
তোমার নিজের পছন্দ করা স্মার্ট ও আধুনিক বর যখন রাতের বেলা মদের বোতল হাতে ঢুলতে ঢুলতে ঘরে ঢুকছে, তোমার উপর অন্যায়ভাবে নির্যাতন করছে। খোঁজ নিয়ে দেখো, তখন তোমার বাবার পছন্দ করা সেই গেয়ো আর আনস্মার্ট, দাঁড়িওয়ালা ছেলেটা স্ত্রীর জন্য “পর্দার বিধান” জাতীয় বই হাতে ঘরে ফিরছে। ঐ ছেলেটা শেষ রাতে নিজের স্ত্রীকে ঘুম থেকে জাগাচ্ছে একসাথে তাহাজ্জুদ পড়ার জন্য!

আসলেই ওই ব্যাকডেটেড, দাঁড়িওয়ালা, আনস্মার্ট ছেলেটা তোমার জন্য নয়। (গল্পটি সংগৃহিত)

তবে এ প্রসঙ্গে আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, “দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্যে; দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্যে; সুচরিত্রা নারী সুচরিত্র পুরুষের জন্যে, এবং সুচরিত্র পুরুষ সুচরিত্রা নারীর জন্যে। লোকে যা বলে এরা তা থেকে পবিত্র; এদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রুযী।” [সূরা আন নূর, আয়াতঃ ২৬]
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে