স্পোর্টস ডেস্ক: নারায়নগঞ্জের খান সাহেব ফতুল্লা স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের শর্টার ভার্সন রাউন্ড। মূলত এটিতে প্রথম রাউন্ডও বলা যেতে পারে। এশিয়ার নন টেস্ট প্লেয়িং চার দল টি-২০ ভার্সানের ম্যাচে অংশ নেবে লিগ ভিত্তিতে। মূল টার্গেট তাদের একটাই ২৪ ফেব্রুয়ারি থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন।
আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং এই চারটি দল অংশ নেবে শর্টার রাউন্ডে। । এখানকার চ্যাম্পিয়ন দল খেলবে মূল পর্বে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানেরর সঙ্গে। ফলে প্রাথমিক রাউন্ডের ওই চার দলের কাছে অনেক বেশি।
আগেই জানানো হয়েছে বাছাইপর্বের শর্টার লিগটা হবে ফতুল্লা স্টেডিয়ামে। আজ প্রথম দিনে দু’টি ম্যাচ। বেলা ৩টায় আফগানিস্তান মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের। পরের ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৭টায়, যাতে অংশ নেবে হংকং ও ওমান।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর