প্রদিপ বিশ্বাস : আমি তো মা তাই না ?আমি তো ওদের মা, ওদের শিক্ষিত করে গড়ে তোলা আমার একজন মায়ের দাত্বিয় । আমার খুব কষ্ট হচ্ছে তার পরেও ওদের বুকে ধরে রেখেছি যাতে ওদের কোন কষ্ট না হয় । আমার বয়স অনেক হয়েছে আর পারি না ওদের নিয়ে স্কুলে যেতে । কিন্তু তার পরেও যেতে হয় কারন আমার ওদেরকে নিয়ে বড় স্বপ্ন আছে ।ওরা একদিন অনেক বড় হবে আর আমার স্বপ্ন পূরন করবে ।
বর্তমান সময়ে পড়াশোনার এত বেশী চাপ পড়ছে ছোট্ট বাচ্চাদের উপর যে, তারা ঘুমতেও যাচ্ছে দেরিতে, আবার উঠতেও হচ্ছে সকাল সকাল।
সেই চাপ সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে তারা সহ আমরাও । এতে তাদের শারীরিক অবস্থার যেমন অবনতি হচ্ছে, তেমনি মানুষিক চাপেও ভুগছে তারা।
ক্লান্ত শিশুদের সাথে রিক্সায়ে আমিও ঘুমিয়ে গেছি ।কি করবো বলেন সারা দিন বাচ্চাদের নিয়ে বিজি থাকা । তারপর বাসায় এসেও একটুও বিরাম নেই । সেই আবার বাচ্চাদের জন্য খাবার রেডি করা, পরিবারের সকল কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে সেই রাত ২-৩ । আবার সেই সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা রেডি করে আবার বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া ।
এই তো আমার জিবন । আমি এখন অনেক ক্লান্ত । আমি আর এখন পারছি না । তারপরও ওদের নিয়ে আমি বাঁচার স্বপ্ন দেখি ।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রদিপ/পিবি