শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:১৪:০১

টাকার গন্ধ না পেলে ভাতের গন্ধ পাব না

টাকার গন্ধ না পেলে ভাতের গন্ধ পাব না

প্রদিপ বিশ্বাস: হোক পথ শিশু, ওরাও তো মানুষ। শিক্ষার অধিকার রয়েছে ওদের।কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত তারা। কিভাবে ওরা শিক্ষার আলো পাবে? ওদের পাশে কে আছে? আমরা নিজেরা নিজেদের নিয়ে সারা দিন ব্যাস্থ থাকি । ওদের নিয়ে ভাবার কোন সময় নেই আমাদের ।

প্রতিদিনের মতো আজ সকালে অফিস শেষ করে বাসার দিকে হাঁটতে লাগলাম । যেতে যেতে খুব ক্লান্ত হয়ে রাস্তার পাশে একটা মুড়ির দোকানের সামনে বসে মুড়ি খাচ্ছিলাম । হঠাৎ আমার চোখ পড়লো আমার পাশে বসে থাকা একটা মেয়ে ও ছেলে দিকে । তারাও আমার মতো মুড়ি খাচ্ছে । কিছু খন পরে একটা ছোট ছেলে হাতে অনেক গুলো গোলাপ ফুল নিয়ে এসে বলে ভাইয় একটা ফুল নেও না । আমি সারা দিন কিছু খাইনি ।  

অনেক বার বলার পড়ে মেয়েটা বললো ছেলেটাকে যে ও এতা বার বলছে একটা ফুল নেও না । ঠিক তখন ছেলেটা একটা ফুল নিয়ে মেয়েটার হাতে দিয়ে বললো আমি তোমাকে ভালবাসি আর ছোট ছেলে তার হাতে ১০ টাকার একটা নোট দিয়ে মেয়েটা বলো তুই এবার খুশি । তখন ছেলেটা একটা অবাক করা বিষয় দেখে আমিও নিযে অবাক হয়ে গেলাম । আমি দেখলাম যে ছেলেটা টাকাটা নাকের কাছে নিয়ে টাকার গন্ধ শুকছে ।  

আমি তখন ছেলেটার কাছে গিয়া জিজ্ঞাস করলাম যে তুমি টাকার গন্ধ নিচ্ছো কেনো । ঠিক তখন ছেলেটা একটু হেসে বললো যে ভাইয়া আমরা টাকার গন্ধ না পেলে ভাতের গন্ধ পব না ।

তখন ছেলেটার কথা শুনে আমার চোখ দিয়ে জল চলে আসলো । তখন আমি ভাবতে লাকলাম যে আমাদের দেশে এমন কত মানুষ আছে যারা যে পরিমানের খাবার নষ্ট করে । তা দিয়ে এরকম অসহায় হাজার মানুষ খেয়ে বাঁচতে পারে । হঠাৎ পিছনে তাকিয়ে দেখি ছেলে টা নেই । সে টাকাটা পেয়ে তার মায়ের মাছে দিতে চলে গেলো । এই হলো আমাদের দেশ, সোনার বাংলাদেশ ।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রদিপ/পিবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে