সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪৭:৩৩

নাছিমা আক্তারের কবিতা ‘আমি মা, এ আমার অহংকার’

নাছিমা আক্তারের কবিতা ‘আমি মা, এ আমার অহংকার’

তুমি ঋণী আমার কাছে
আমার একান্তই চাওযার কাছে, যা ছিলে শুধুই তুমি
তুমি ঋণী আমার শরীরী নয় মাস দশদিন যুদ্ধের কাছে
ঘুমহীন শত দিন-রাতের কাছে
তুমি ঋণী আমার দুগ্ধ-পানে, যাতে তোমার জীবন বাঁচে
তুমি ঋণী আমার হাতের আঙ্গুলের কাছে
যা ধরে শিখেছো হাটি-হাটি পা করে সোজা পথ চলতে
তুমি ঋণী আমার চোখের ভাষার কাছে
যে আলো দেখাতে শিখিয়েছে
তুমি ঋণী আমার প্রতিটি নিঃশ্বাসের কাছে
যার বিসর্জন হয়েছে তোমারই তরে অনেক আগেই
কিভাবে করবে পূরণ এই প্রতিদান
হবেনা কোন মূল্যে এর শোধন
শোন, আমিই বলি-
হও মানুষের মতন মানুষ
আমার ছায়া, আমারই কায়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে