অপেক্ষা প্রহর বরই কষ্টকর
তবুও আছি অপেক্ষায় তোমার,
দিয়েছিলে জ্বালা
নিয়েছিলে প্রেমের মালা
তবুও বসে আছি প্রতিক্ষায় ।।।
আবারো আসবে ফিরে
ধান সিড়ি নদীর তীরে,
বটের ছায়া মূলে,
রাখবো হাত-দু‘জনে –দু‘জনে তরে
বেধে ছিলামি আঁখি জলে
আমি পরেছি তোমার আঁচলে,
দিয়েছিলাম এক রাশ ফুল
পেয়ে ছিলাম একরাশ জ্বালা।
মায়াবিনি প্রতিমা
কৃষ্ণ চুরার বনে
হারিয়ে যাওয়া ,
দোয়েল কোয়েল এর ডানায় মেলে
উরে ছিল দু‘চোখের স্বপ্ন শৃখলে।
সবুজ শেমল ফুলের কুঞ্জে
বেধেছি সুর নীল আকাশের বুকে
রেখেছি হাত তোমারি হাতে
দেখেছি প্রেম তুমারি চোঁখে
সুরের তানে কেটেছে দিঘল বেলা
মনের মায়া জালে
বসেছি বেটের মূলে ছায় তলে
নদীর ধারে কুঞ্জবনে
তোমার প্রতিক্ষাতে ।।।
কবি: ইমরুল হাসন (ইবাদত)
২ মার্চ ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস