পাঠকই লেখক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সহ ফেইসবুকে উঠে এসেছে এ নিয়ে নানা আলোচনা সমালোচনা । তবে এই ইস্যুটিকে সামনে রেখে আমাদের কিছু তত্ত্ব সংশ্লেষন :
বাংলাদেশ হেরে যাওয়ার মূল কারণ, দলের খেলোয়াড়দের অতীতের রেকর্ড গুলোকে প্রধান্য না দেয়া। মুশফিকের ব্যাটিং থেকে আকাঙ্ক্ষিত রান আসছিল না। উনি যদি আউট না হত বাংলাদেশ ১০০ রান ছোঁয়া আরো ডিফিকাল্ট হতো ! ওর আউট হয়ে যাওয়াই ছিল দলের জন্য টার্নিং পয়েন্ট, যেটা মুশফিক/সাকিবের জায়গায় মাহমুদুল্লাহ/নাসির এরমত ব্যাটসমেন থাকলেই হতে পারত ।
১. বিশ্লেষণ: মুশফিকের টানা ৪ ম্যাচ টি২০ তে কোন রেকর্ড নেই, এমনিতেও সে ওয়ানডে প্লেয়ার । এর উপর সীমিত ওভারের খেলা যেখানে মাহমুদুল্লাহর প্রয়োজন ছিল ।
২.বিশ্লেষণ: চলতি এশিয়া কাপে রেকর্ড নেই, দলে নিয়ে উল্টো ব্যাপক রান দিয়ে বিপাকে পড়লো বাংলাদেশ ।
অবশ্য একারণে দলে আরাফাত/মুস্তাফিজ না থাকায় বোলিং ভার তার উপর পড়েছিল ।
আমি মনে করি বাংলাদেশের জিতার সামর্থ্য ছিল, তবে কিছু সমসাময়িক কৌশলের অভাব ছিল ।
লেখক, বিশ্লেষনঃ ইফতেখার উদ্দীন (আসিফ) ,চট্টগ্রাম ।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস