বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০৬:২৩:৪২

জীবনের ২৬টি বসন্ত

জীবনের ২৬টি বসন্ত

জীবনের ছাব্বিশটি বৎসর পেরিয়ে,
হাটি হাটি পা পা করে...
সেই সাথে বয়ে গ্যাছে বাইশটি বসন্তও,
চলে গেল হাজারো দিবা নিশি !
পাইনি, চেয়েও কামিনীর মহাচর্য প্রেম ?
শৈশব আর কৈশোরের বসন্ত কাটে নীরবে,
জানি- কোকিল সুমিষ্ট গান গায় বসন্তে...
কিন্তু, আজ আমার যৌবনের বসন্ত কাটছে,
হৃদয়ের পাল তোলা তরী বায়ে দখিনা বাতাসে !
ফাগুনের মাঠে খেলা করে প্রণয়ের উষ্ণ অনল,
আজ এ হৃদয় খঁজে ফিরে কত কামনীর কামনা ?
যাকে লয়ে সৃষ্টি হবে বাঁধাহীন বাসর...
কোন এক উচ্ছল চাঁদনি রাতি ।
কিন্তু কবে? কোন বসন্তে, আমি জানি না ?
কবি: ইখতিয়ার উদ্দীন আজাদ
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে