শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৯:৪৫:৫০

চিন্তা করতাম কবে বড় হব

চিন্তা করতাম কবে বড় হব

পাঠকই লেখক ডেস্ক: যখন ছোট ছিলাম তখন শুধু ভাবতাম আর মনে মনে চিন্তা করতাম কবে বড় হব....তখন শুধু ভাবতাম কবে বড় হয়ে বাইরে স্বাধীন ভাবে ঘুরে বেড়াবো...বড় হয়ে একা একা রাস্তা পার হবো...আজ যখন বড়ো হয়েছি (আসলেই কি বড় হয়েছি নাকি শুধু বয়স বেড়েছে) তখন মনে হয় জীবনের রাস্তায় বাবা/মা ছোটবেলার মতো করে আমার হাত ধরে পার করে দিক...আগে কষ্ট/দু:খ পেলে মা কে জড়িয়ে ধরে কাদতাম...আজ কষ্ট পেলে আবার মনে হয় সবার চোখের আড়ালে মায়ের কোলে মাথা দিয়ে কাদতে পারতাম খুব করে...আর স্বরগীয় হাতের পরশ পাওয়ার লোভটাও...আজব আমাদের জীবন ধারা ছোটবেলায় ভাবতাম বড় হয়ে কত কিছু করবো...বড় হয়েছি ঠিকই আর বড় হয়ে বুঝলাম অনেক কিছুই পেয়ছি জীবনে... কিনতু্ সাথে সাথে এও বুঝলাম জীবনে যে কত কিছু হারিয়েছি....যা শুধু হারিয়েই ফেলেছি আর কখনো খুঁজে পাবনা..এমন বড় হতে চাইনি কখনো আমি....
লেখক: মোহাম্মদ আনিসুজ্জামান
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে