 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
    ভয় কাকে বলে শিখিনি আমরা,
    হয়নি কখনো ভীরু |
    বাজিয়েছি মোরা বিষের বাঁশি,
    নজরুল মোদের গুরু |
    অত্যাচারের মাত্রা যখন,
    পেরিয়েছিল গন্ডি |
    অত্যাচারী শাসকের সাথে,
    করিনিকো মোরা সন্ধি |
    দেশের জন্য,দশের জন্য,
    প্রাণ করেছি দান |
    বুকের তাজা রক্ত দিয়ে,
    লিখেছি মুক্তির গান |
    অগ্নিস্নানের তীর্থযাত্রী,
    আমরা তরুণ সৈনিক |
    বাংলামায়ের জন্য আমরা,
    লড়তে পারি দৈনিক !
কবি: সুদীপ বিশ্বাস
১২ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস