এখন যৌবন যার
ফসল ফলানোর উপযুক্ত মৌসূম তার
উন্মুখ যৌবনের উর্বরা বীজ
অবারিত সম্ভাবনার মাঠে ছড়িয়ে দাও
যৌনবতী যৌবনের দোঁআশ মাটিতে।
সমস্ত সত্বাজুড়ে এখন তোমাদের সবুজ সার
খুঁজে ফেরে
চন্দ্রমল্লিকার কুমারী শিকড়-মুকুল শূন্য,ফসলশূন্য
চৈত্রের হাহাকার
নিষিক্ত করো তাকে তোমার গোলাঘরে সঞ্চিত
আঠারোর বাসন্তিক নির্যাসে।
আপোষ করে ফসল ফলাও উর্বরতা বুঝে
জীবন তোমার- সেই জীবনের
তুমি একচ্ছত্র চাষি।
জীবনের বিরূদ্ধে জীবনকে
করোনা বিবাদী
সম্ভাবনার এক ইঞ্চিও যেন
না থাকে অনাবাদী ।
কবি: মোঃ আব্দুল মান্নান
১৫ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস