 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
একটা দুঃস্বপ্নের মরীচিকায়
সময় গিলে খেয়েছে জীবন
পথের শেষে পৌছে বুঝলাম
ঠিকানা ভুল ছিল
পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ করেও
মিলেনি অংকের উত্তর
শাস্তিঃ বাকী জীবন প্রায়শবচিত্ত করা।
পৃথিবীর সব ভাল মানুষগুলো ছিল
বোকা, পাগল আর চির অবহেলিত
আবার কেউ কেউ মানুষই না.....
সাড়ে তিন হাত জমি বুকিং দাও সবাই
দেখা হবে ইল্লিন সিজ্জিনের মিলনমেলায়।
কবি: সোহেল এমডি রানা
১৮ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস