শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ১২:১২:৩২

ঘুড়ি তুমি কার আকাশে উড়ো

ঘুড়ি তুমি কার আকাশে উড়ো

স্বপ্ন ছিল হবো একদিন
মস্তবড় কবি
এখন দেখি এটা হল
আমার একটা হবি।
গবেষক জ্ঞানেন্দ্র গবুচন্দ্র
হতাম যদি আমি
শেষ ঠিকানা বুদ্ধিজীবী
গোরস্থান বনানী।
ইচ্ছা ছিল হবো পুলিশ
আইনের রক্ষক
না হয়ে ভালোই হয়েছে
হোইনিকো ভক্ষক।
হতাম যদি ব্যাংকার এমন
কিংবা বড়কর্তা
টাকা না পেয়ে ডাকাত হ্যাকার
করতো আলুভর্তা।
জনগণের সেবক যদি
হতাম বড় ক্যাডার
উচ্চচাপ নিম্নচাপ
'পদত্যাগ চাই ঐ বেটার'।
ইঞ্জিনিয়ার হলে এমন
কিবা ক্ষতি হতোই
সব বিল্ডিং ধ্বসেযতো
রানাপ্লাজার মতোই?
হতাম যদি ডাক্তার পড়ে
পাবলিক বা প্রাইভেটে
শুষে নিতাম রোগির টাকা
চেম্বার আর টেস্ট চেটে।
ব্যবসায়ই বরং ভাল হতো
টাকা কামাই ইচ্ছমতো
ভেজাল, নকল, ফরমালিনে
থাকত আবৃত।
আইনজীবীগণ নাকি
স্বর্গে যায় না
এই কাজ করা
তাই মানায় না।
রাজনীতি রাজার নীতি
জনগণ ঢেউটিন
চাইলেই কি আর নেতা হয়
কেউ কোনদিন।
এতই যদি সমস্যা হয়
তবে কি আর করা
শিক্ষকতাই কর তুমি
আজীবনের ধরা।
ভালো মন্দ সবখানেতে
আলো আঁধার খেলা
ঘরের ভেতর চাবি রেখে
মেরো নাকো তালা।
কবি: সোহেল এমডি রানা
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে