সামনের সারিতে থাকলে পরে সামনেই পাবে সিট
সামনের সিটে থাকা মানেই সামনের পদে ফিট
কেমন করে সামনে যাই সিঁড়ির গোঁড়ায় দাঁড়িয়ে
ফিঁস ফিঁস করে বলল কেউ যাওনা কিছু মাঁড়িয়ে
সামনে যাওয়ার অনেক উপায় স্বার্থ হবে সিদ্ধি
নো ইমোশন বাট টেকনিক বিদ্যার চেয়ে বুদ্ধি
সমমানের সনদ নিয়ে হাইকমিশনার কেউ ম্যানচেষ্টার
কেউ কেরানি রিকশায় চড়ে কেউ হাঁকায় নিশান রোস্টার
কেউবা হয় হক সাহেব কেউবা হয় হক্কা
বিদ্যের চেয়ে বুদ্ধি যার সেইতো মারে ছক্কা
মৌলিক রং তিনটি হলেও যৌগিক রঙে যে পক্ক
সামনের সিটে মানায় তারে সেই-ই বুদ্ধমান দক্ষ
তেলের সাথে মিশেল দিলে কথা হবে চমচম
সময় মতো মিছিলে রবে ক্লাশে যাবে কমকম।
কবি: আব্দুল মান্নান
২৮ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস