বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৯:০১:৫৩

জীবনের জল ছবি

জীবনের জল ছবি

কবি হয়েছি সদ্য যদিও স্বীকৃতি পাইনি
একা একা চলি নিজের মত স্বাধীন
মাঝরাতে শুয়ে থাকি নিরব ফোয়রার সিড়িতে
আকাশ দেখি
কোনদিন আকাশ দেখি অকাশের মত
অাবার কোনদিন দেখি ভিন্ন
জীবন থেকে পালিয়ে বেড়ানো মানুষের মত
মেঘ ছুটে বেড়ায় খোলা অাকাশে
এখন মাঝরাত, ভিন্ন আকাশ,
ফোয়রার সিড়িতে নিথর দেহ নিশ্চুপ
একটি কুকুর জলখায় চুকচুক সহ্য করতে পারেনা স্বজাতকে
মানুষ যেমন মেনে নিতে পরেনা মানুষকে
আজকের আকাশে তারারা মেঘের গোপন প্রিয়া
নিবির আলিঙ্গনে পরষ্পর ;
মৃদু হাওয়ায় বয়স্ক দেবদারুর সজিব পত্রপল্লব দুলে উঠে মায়াবী পর্দার মত ;
অন্ধকারে ভেসে ওঠে জীবনের জলছবি
যে সুখ পেয়েছি একজীবনে তন্মধ্যে দুঃখই ঢের
সুখগুলো ভেসে গেছে দুঃখের স্রোতে।
হয়তো আজ রাতেও সোনালী ফসলের মাঠ
কেটে নিয়ে যাবে কোন অপরিচিত দুর্বৃত্ত
খোলস ছাড়বে সাপ আপন বৃত্তে
সহায় হও দুর্ভাগ্যের দেবী!
নারীরা লুটেপুটে খাক ঐশ্বর্যের ভাণ্ডার
আমি যেন প্রতিদিন জন্ম দিয়ে যেতে পারি
অতীত দিনের চেয়ে সুন্দর ভালবাসা।
সোহেল এমডি রানা
৩০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে