বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৩:৫০:৩১

দৃশ্যটিতে চোখ আটকে গেল আমার, লিখলাম দুটি কথা

দৃশ্যটিতে চোখ আটকে গেল আমার, লিখলাম দুটি কথা

হাফেজ আল আমিন, ছবিতে যে শিশুটিকে দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র দুই বছর। মায়ের বুকের দুধ এখনো পান করে বাচ্চাটি। কথায় বলে শিশুরা অনুকরণপ্রিয়।

অনুকরণপ্রিয়তার একটি অনন্য উদাহরণ চোখে পড়ল আমার। নামাজ মুসলমানদের ফরজ ইবাদতের একটি।

আল কোরআনের ভাষ্য, মুসলমান ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে অন্যদিকে কফিররা নামাজ পড়ে না।

জাতি হিসাবে অনেকে মুসলমান দাবি করে। কিন্তু পবিত্র কোরআন কিন্তু এর পক্ষে সাক্ষ্য দেয় না। এই নামাজ পড়ছেন একটি অবুজ শিশু।

শিশুটি নামাজ না পড়লেও গুনাহ হবে না। কিন্তু চিত্রটি দেখে মুগ্ধ হয়েই দুই কলম লিখলাম এমটি নিউজের পাঠকই কলাম বিভাগে।

এই ধরনের একটি বিভাগ থাকার জন্য সত্যিই ধন্যবাদ জানাতে হয় কর্তৃপক্ষকে। যাইহোক, যারা বুঝদার হয়েও নামাজে অমনোযোগী তাদের জন্যই যেন নামাজের আহবান জানাচ্ছে এই অবুজ শিশুটি। (লেখক, হাফেজ আল আমিন, মঠবাড়িয়া, পিরোজপুর)
৩০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে