শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ১১:২২:০৪

আমাকে আর কোথাও পাবে না তুমি

আমাকে আর কোথাও পাবে না তুমি

আমাকে আর কোথাও পাবে নাকো তুমি
পাবেনা এই বাংলার ঘাসে বাতাসে
পেলে পেতে পারো সেই মাটিতে যার জন্যে আমি দিয়েছি প্রাণ।
আমাকে আর কোথাও পাবেনাকো তুমি
পেলে পেতে পারো তার কাছে গিয়ে  যার জন্য হয়ে আছি তোমাদের অন্তরে চির অম্লান।
মা কে ছেড়ে আছি অজানার দেশে  মায়ের আঁচলে করেছি শয়ন।
যার জন্যে ছাড়ি ভিটা মাটি ঘর  সে পিতা তো আর করেনা শাসন।
পায়না তো খুঁজে  বোবা বোনের লাশ..
সব হারিয়ে পেয়েছি খুঁজে মাকে দেয়ার মত সোনার আসন।
আমাকে আর কোথাও পাবে না কো তুমি পাবেনা খুঁজে এই বাংলার ঘাসে বাতাসে..
পেতে পারো তুমি সেখানে গিয়ে যেখানে আছে মুজিবের ভাষণ।
আমি মিশে আছি সাতকোটি প্রাণে..ধুলোবালি আর করুন বিকালে উড়ে এসে কিছু শালিকের বেশে.আমি মমিশে আছি রাজমুকুট হয়ে ছোটখাট এই মুজিবের দেশে।.
আমি মিশে আছি শিমুল জারুল আর পাতাবাহারির ছায়ার তলে।.আমি মিশে আছি অভাব করুন স্বপ্নে ভরা চোখের জলে।

আমি যদি হায় ভেসে যেতে চাই এই বাংলার নদী বাওড়ে..
তুমি খুঁজো হায় ভেজা সকালে শ্রাবণ ঝরা অঝোরে..আমাকে আর কোথাও পাবেনাকো খুঁজে....
পেলে পেতে পারো স্বপ্নেরর পাতায় দেখো যদি চোখটি বুজে.
আমি মিশে আছি ঘাস লতা ঘাসে....
তোমার কাছে তোমার ছায়ার আশপাশে।
কবি: নাজমুল ইসলাম
১ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে