হয়ত তুমি রাজপথে হাঁটো মেঠপথে যেতেই চাওনা,
ভোগবিলাসে সময় কাটাও ভিজে মাটির রস মাখতে চাওনা।
তবু ও একদিন.....
এখানে তোমার পায়ের আওয়াজ পাব স্মৃতিপথ বেয়ে পিছু হেঁটে যাব
নয়ত তোমার উড়োচুল গুলো বহু উড়ে উড়ে সাদারূপ হবে,
বাহু থেকে বল মাটিতে মিশে অস্থিমজ্জা বিচ্ছিন্ন হবে,
চুলগুলো সব পেকে গিয়ে কবে আর চামড়া গুলো ঝুলে ঝুলে যাবে,
টোলপড়া গালে খোল হয়ে যাবে হাসিতে বেরুবে থুথু,
সরে যেতে বলে অবশেষে তুমি গায়ে জড়াবে থুথু।
তোমাতে রবে না চাহিবার আশ,
তোমাতে রবে না যৌবনরস,
তোমাতে রবে না অযুত কবিতা,
তোমাতে রবে না দীর্ঘশ্বাস।
একদিন তুমিও তোমাকে সরিয়ে করে দিতে হবে নতুনের বাস।
তুমি হেরে যাবে তুমি মিশে যাবে তোমাতে রবে না অশ্রুজল।
তুমি চলে যাবে দিয়ে যাবে শুধু সজনের চোখে শ্রাবণ ঢল।
কবি: নাজমুল ইসলাম
২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস