সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ১০:২৭:২৪

অবিরাম চলছে, চলবেই!

অবিরাম চলছে, চলবেই!

সব আলামত ধ্বংস যারা করেছে তাদের সবগুলার ধ্বংস

যদি নিজ চোখে দেখে যেতে পারতাম!

হত্যাকারীদের ,অন্যায় কারীদের   বাঁচানোর কত চেষ্টা দেখি!

 ওরা কারা ?

 কিসের বিচার, কিসের আন্দোলন, কোথায় আন্দোলন ?

 আন্দোলন, আন্দোলন, আন্দোলন,

ভাষার জন্য, স্বাধীনতার জন্য, গনতন্ত্রের জন্য আন্দোলন।

ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন ,

বাঁচার জন্য আন্দোলন ! সম্ভ্রম রক্ষায় আন্দোলন !

আর কতোরে পাগলা !

 কোথায় দিবি  বিচার ? কার কাছে দিবি বিচার !

শিক্ষার জন্য আন্দোলন, চাকরির জন্য আন্দোলন

মৌলিক অধিকারের আন্দোলন!

হায়রে অভাগা জাতি! হায়রে অভাগা দেশ !

কিসের অভাব রে পাগলা !

ঘেউ ঘেউ করা প্রাণী হয়ে গেলাম নাকি ?

এই দেশে কন্যা সন্তান জন্ম দিলে

নুন খাইয়ে মেরা ফেলা উচিত নয় কি ?

 যে পিতা তার কন্যার নিরাপত্তা দিতে পারবে না

তার কন্যা সন্তান জন্ম দেয়ার অধিকার আছে কি ?

ও  এইটাতো আবার আমার হাতে না !

অন্য বিভাগের দায়িত্বে !

উপর ওয়ালা যা লিখে রেখেছে তাইতো হবে !

অসুবিধা ছিলো না তো ,অসুবিধাতো নিরাপত্তায় !

বোনের ভাই,স্বামী ,বন্ধু সে সব অনেক পরের বিষয় ?

খুন হয়ে যাওয়া কন্যারা অভিশাপ দাও

পিতা হতে পারিনি ! অভিশাপ দাও।

কি লাভ অভিশাপ দিয়ে ফিরে পাবে কি ইজ্জত অভ্রু  ,জীবন!

খেলছে খেলবে ওরা, যতক্ষণ নিজের ঘরে আগুন না লাগবে
ততক্ষণ গায়ে লাগবে না !

কুলাঙ্গার ,লম্পট ,বখাটে, ঘুষখোর,

জোচ্চর, বদমাস যা বলি না কেন,

এমন ছেলে জন্ম দেয়ার চাইতে নিঃসন্তান থাকা ভালো।

নপুংশক থাকা ভালো।

হায়রে মানুষ নামের অমানুষ

যে নারীর উদরে জন্ম নিয়ে দেখিস পৃথিবীর আলো

যে নারীর ছোয়ায় পাস বোনের আদর , যে নারীর ভালবাসায় রঙিন হয় পৃথিবী

পৌরষত্ব দাবি করিস ,যে নারীর প্রেমে গড়িস তাজমহল

যে নারীর জন্মে পিতা হয়ে পরিপূর্ণ হয় সাজানো বাগান

পিতা হিসাবে গর্ব করিস ,সে নারীকে করিস অপমান!

 

পিতা হওয়া  কি ভুল ?নাকি ক্ষমতাহীন হওয়া ভূল ।

দরিদ্র মধ্যবিত্ত হওয়া ভুল, মা হওয়া ভূল ,কন্যা,বোন ,স্ত্রী হওয়া ভূল

 নাকি মানুষ নামের পশুদের রাজ্যে জন্ম নেয়া ভুল ?

 

এই নশ্বর পৃথিবীতে আসা ভুল

নাকি রক্তের বিনিয়ে অর্জিত অবাধ স্বাধীনতায় ভূল !

পর্দায় থাকা ভূল, নাকি না থাকায় ভূল

ইচ্ছামত খিস্তি খেউর ,ইচ্ছামত চালবাজি

ইচ্ছামতো পক্ষে বিপক্ষের যুক্তি।

নফসের হেফাজত একা নারীর ,পুরুষের নয় তাই না!

ঘরে না থাকার দায় তাই না !

 

চলছে দুনিয়ার রঙ্গ মঞ্চে ,আধুনিক অপেরায়

অত্যাধুনিক পালা ,

মানুষ হবো কবে !

নাকি আন্দোলন করেই যাবো ,বিচারের দাবিতে ,ন্যায়ের দাবিতে

অমানুষ রয়ে যাবো স্লোগানের আড়ালে !

আমার ভাই, তোমার ভাই ,বাবার ভাই, ছেলের ভাই

আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমুক নেতা

বিবেকের দরজা বন্ধ রাখবো। দেখে যাবো ,সয়ে যাবো

আর আন্দোলন করে যাবো রাস্তায়,ফুটপাতে কখনোবা কাব্য কবিতায়

আর সব চলবে আগের মতোই ,কতিপয়ের পকেট হবে ভারী।

 

খুন হবে ,মা কাঁদবে ,বাবা হবে নির্বাক।

আন্দোলন,সংগ্রাম ,যুদ্ধ ,জীবন যুদ্ধ

অবিরাম চলছে, চলবেই!

ছি :ছি : এমন জীবন কি চেয়েছি?
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
৪ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে