মানুষ কই ,মানুষ নাই ,মানুষ চাই !
আস্তিক -নাস্তিক -মুক্তমনা
আর কোন জাতি ধর্ম ভেদাভেদ আছে কি ?
মানুষ কই ,মানুষ নাই ,মানুষ চাই।
কট্টর, অন্ধভক্ত, ধার্মিক কি আস্তিক ?
যাদের খুন করার লাইসেন্স আছে!
নাস্তিক ধর্মের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলবে
মানুষের বিশ্বাসে আঘাত করবে !
মুক্তমনা ধর্মের বিপক্ষে বলবে
মারা গেলে ধর্মীয় ভাবে সত্কার হবে !
মানুষ কই ,মানুষ নাই ,মানুষ চাই
আস্তিক -নাস্তিক -মুক্তমনা
আর কোন জাতি ধর্ম ভেদাভেদ আছে কি ?
মানুষ কই ,মানুষ নাই ,মানুষ চাই।
আসলে বিষয়টা কি ?
বিবেক ,মানবতা ,মনুষত্ব কোথায়?
মানুষ পরিচয় যদি নাই থাকে
তাহলে এই পৃথিবীটাকে জঙ্গল বলে আখ্যা দিতে দোষ কি ?
আমি সে জঙ্গলের বাসিন্দা
পশু,জানোয়ার , প্রাণ আছে তাই প্রাণী !
আস্তিক-নাস্তিক-মুক্তমনার একটাও না
মানুষ ও না !
আমি কিন্তু আমার আল্লাহ সৃষ্টিকর্তা মানি
আমার রাসুল কে মানি তিনি সর্ব শেষ নবী
মৃত্যুর কালে আমার কলবে পাক কালেমা যেন থাকে
সেই দোয়া করি হামেশা এটা আমার বিশ্বাস।
তয় মানুষ, দুঃখিত প্রাণী খুন করতে পারবো না !
গরু ছাগল হাঁস মুরগী মাছ যা আমি খাই
তা কাটতেও আমার কষ্ট হয় !
ধর্মে, বিশ্বাসে ,খুন শামিল নাই তাইলে কি আস্তিক না
আমি আমার ধর্মে বিশ্বাস করি ,তাই নাস্তিক না
মুক্তমনা এইডাকি ? যা খুশি তা কিয়া ফালামু
না, না এইডাতে সমস্যা ,একটু লাগাম আছে
তাই মুক্তমনাও না ,
তাইলে আমি কি ?
মানুষ যদি হইতাম ,তাইলেত কথাই ছিলো না।
যেটা ভালো হইতো ,সেটাই করতাম
প্যাচগী লাগাইতাম না ,
অশান্তি সৃষ্টি করতাম না।
মানুষ কই ,মানুষ নাই ,মানুষ চাই
মানুষ তার ধর্মের বিপক্ষে কথা বলতে পারে না
মানুষ অন্যের ধর্মের প্রতিপক্খ হয় না
মানুষ নিজ ধর্মের ভালো দিক তুলে ধরে
তার ধর্মের সুনাম রাখে,
মানুষ ভালবাসে ,খুন করে না ,অন্যায় করে না,
লেবাসের আড়ালে মুখ লুকায় না
মানুষ অন্যের বিপদে এগিয়ে আসে,
মানুষ মানুষকে সন্মান করে ,ইজ্জত দেয়
ইজ্জত লুটে না ,ক্ষতি করে না.
মানুষ কই ,মানুষ নাই ,মানুষ চাই !
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
(সিঙ্গাপুর প্রবাসী)
৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস