শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০৬:০২:০৮

আমি মানুষ হব কবে

আমি মানুষ হব কবে

আমি মানুষ হব কবে,বিধি
তুমি তো বলেছ, অহিংসা পরম ধর্ম
হিংসা কারে কয়,বুঝিনি এত দিনে
তবুও ভেসে যাই হিংসার প্রবল স্রোতে।
আমি মানুষ হব কবে---
আমি ভালবাসি, মানুষ আমাকে ঘৃণা করে
কেন ভালবাসা দিয়েছিলে এই অন্তরে,
তুমিই তো বলেছ, আমাকে ভালবাসতে
মানুষ কে ভালবাসো আগে,সেটাও কি অপরাধ।
আমি মানুষ হব কবে---
আমি শ্রদ্ধা করি,মা-বাবার পায়ে রাখি হাত
সন্তুষ্টিতে বিলিয়ে দেই জীবন আমার
অসন্তুষ্টিতে বিষাদময় অন্তর তাদের
সীমাহীন দোষে-দোষী করে,বলে কুলাঙ্গার।
আমি মানুষ হব কবে---
সবাই শুনায় নীতিকথা, কাজের বেলায় নেই
আমি বলিতে গেলে লাগেনা ভালো কারো
বুদ্ধির খাঁচায়, বোকা বানায় বারবার
বলে শিখতে হবে আধুনিকতা আরও।
আমি মানুষ হব কবে---
আমি জন্মেছি মানুষ রুপে,অঙ্গশোভা নিয়ে
জন্ম দিয়াছ আমায় কোন মানুষের ঘরে,
তবে আমি কি মানুষ নই!
সবাই শুধু বলে মানুষ হতে হবে
হে সমাজ, বন্ধু, আপনজন মানুষ বলে কারে?
বিধাতা তুমি করিও ক্ষমা
আমি মানুষ হব কবে।
কবি:  তারেক হাসান
৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে