শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০৮:২৮:২৯

মামা, বাংলাদেশি মেয়েদের ‘রেট’ কত ?

মামা, বাংলাদেশি মেয়েদের ‘রেট’ কত ?

পাঠকই লেখক: মামা, বাংলাদেশি মেয়েদের ‘রেট’ কত ?

২০ হাজার টাকা, নাকি এক খন্ড জমি?

প্লিজ ভুল বুঝবেন না। এখানে আমি একটি মেয়ের জীবনের মূল্যের কথা বলছি। বলছি, কুমিল্লা সেনানিবাসে পর খুন হওয়া আমার বোন (তনুর) কথা।
ঘটনার অনেক দিন পেরিয়ে গেলেও আমার বোনের অপরাধীদের হদিস খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। তবে হ্যাঁ, প্রশাসন কথা দিয়েছেন অতিঃসত্ত্বর হত্যাকারীদের খুঁজে বের করা হবে, উপযুক্ত শাস্তিও দেয়া হবে।

এদিকে কুমিল্লা ভিক্টেরিয়া কলেজের পড়ুয়া আমার বোন সোহাগী জাহান তনুর বিষয়টি নিয়ে সরকার দল, বিরোধী দল অনুশোচনা প্রকাশ করছেন। ফেসবুকে একের পর এক স্ট্যাটাস কিংবা ইভেন্ট খুলে বিচার দাবি করছেন তনুর শত শত ভাই-বোনেরা।

কিন্তু মনে বারবারই প্রশ্ন জাগে আদৌ কি তনুর প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে। নাকি নতুন করে আরেক বার ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয়া হবে? কারণ আমি এখনো ভুলিনি স্বরাষ্ট মন্ত্রীর ৪৮ ঘন্টার আলটিমেটামের কথা গুলো  । ভুলিনি বিডিয়ার বিদ্রোহ কিংবা ইলিয়াস আলিদের গুম হওয়ার ঘটনা গুলো।

প্রশাসন কতৃক কখনওবা ‘সাগর-রুনির’ কিংবা তনুদের লাশ উঠানো হচ্ছে। আবার কখনওবা ৪৮ ও ৭২ ঘন্টার আলটিমেটাম। আসলে এসব কি প্রহসনের আলামত, নাকি দেশের মানুষের সঙ্গে নিছক পাজলামো? সত্যি কি মা-বাবা হত্যাকারীর বিচার পাবে ‘সাগর-রুনির’ ছোট ছেলে মেঘ? সত্যি কি মেয়ে হত্যার সুষ্ঠ বিচার পাবেন ‘তনুর’ বাবা ইয়ার হোসেন? জানতে চায়, মন খুব করে জানতে চায়; কাল যে আমি খুন হবো তার সুষ্ঠ বিচার পাবে তো আমার বাবা-মা? লেখক- আরিফুর রাজু। (সাংবাদিক)

একান্তই লেখকের ব্যক্তিগত মতামত।

৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে