অপমান বুঝার ক্ষমতা প্রয়োজন, কৃতজ্ঞতা স্বীকার করতে বিবেক প্রয়োজন!
মানুষ হতে মানবতা চাই, চুপ থাকতে ধৈর্য্য চাই !
কাজ শুরু অনেকেই করে, শেষ করতে ক জনেই পারে ?
না শরীর আর মন দুটিকে যতই স্থির ,কর্মদ্যমে উজ্জীবিত করার চেষ্টা করি, পারি না!
মনের ভেতর পোকা বেঁধেছে বাসা, ভাবনা সব সর্বনাশা !
প্রতিশোধ, প্রতিরোধ, হিংসা, জিঘাংসা, নাহ আর পারি না !
মস্তিস্কের ভ্রুণ গুলিকে মেরে ফেলছে পোকা, ভুমিষ্ট ভ্রুণ অনিরাপদ
স্বপ্নের মাঝেও আক্রমন করে হায়েনা, নাহ আর পারি না !
স্বার্থের কাছে পরাজিত হই, ইবলিশের কাছে পরাজিত হই
পরাজিত হই, দূর থেকে মজা দেখার মানুষের কাছে!
উড়ে এসে জুড়ে বসা শীতের পাখিদের কাছে ধান্দাবাজ মন্দ লোকেদের কাছে
নির্লোভ লেবাসী লোভির কাছে ,কিছু করবে না ,করতে দেবেও না,
আমি শুরু করলে মাতব্বরি করবে, জ্ঞান দেবে , এমন লোকের কাছে পরাজিত হই !
পরাজিত হই বিনয়ী হয়ে, বেয়াদবের কাছে !
প্রতিশোধ নিতে পারি না ,প্রতিরোধ করি না,আঘাত পাই ,প্রতি মুহুর্তেই মরি
আমার মৌনতাকে দুর্বলতা ভাবে যারা, তাদের কাছে পরাজিত হই !
পরাজিত হই, ভালবাসার মানুষ গুলিকে ভালবাসার অপরাধে !
ঘুরে দাঁড়াই, পড়ে যাই, হারিয়ে যাই, নিঃশ্বেস করি নিজেকে
অন্তরে পুষি কষ্ট, যন্ত্রণার পাহাড়, দুর্জন হাসে, নিয়তির নির্মম পরিহাসে!
দেখি সব দেখি ,অন্যায় ,অবিচার সব দেখি ,সয়ে যাই ,
ওরা আঘাত করে যায় নির্মমতায় ,দেখি পেশী শক্তির লড়াই,ক্ষমতার বড়াই ,
মুখে মধু অন্তরে বিষ, ওদের মুখে দেখি পুষ্পের হাসি
ওরা দেয় আমায় প্রতি ক্ষণে ফাঁসি, কেড়ে নেয় দুর্বলের হাসি!
বেনিয়ার অত্যাচার ঘরে বাইরে, দেশে বিদেশে, সীমান্তের কাঁটা তারে
নিয়ম করে যে ,নিয়ম ভাঙ্গে সে, দেখি সাহিত্যে, সংস্কৃতিতে বেল্লাপনা
অর্থ দিয়ে সন্মান কেনা, মিডিয়ার খবরে অর্থের লেনা দেনা
গনতন্ত্র, উন্নয়ন ,সংবিধান, নির্বাচন, স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমতার নিত্য সত্কার
পথে ঘাটে লাশ আর লাশ, রডের স্থলে বাঁশ, এ কোন বাংলাদেশ?
নিজেই নিজের কাছে পরাজিত হই প্রতিদিন, প্রতিক্ষণ !
পলাশী প্রান্তরের সিরাজ উদ্দ্যৌলার পরাজয়, ব্রিটিশ বেনিয়ার শত বছরের দুঃশাসন
পলাশী প্রান্তরের সিরাজ উদ্দ্যৌলার পরাজয়, ব্রিটিশ বেনিয়ার শত বছরের দুঃশাসন
একের পর এক রক্ত যুদ্ধ ,রাজতন্ত্রের শাসন ,স্বৈরশাসন ,গনতন্ত্র স্বৈরশাসন
কবির সাথে চলছে বৈরী আচরণ, প্রকৃতির ,পৃথিবীর !
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস