কে অর্জন করিলে পুণ্য , কে করিলে পাপ, দিন ফুরাইলো ,
কত জন অর্জন করিলে কত জনার অভিশাপ।
কত জনার মুখে ফুটিল হাসি,কত জন হয়েছে অশ্রু সিক্ত
সহ্য হয় না শান্তি কারো ,খুজিতে সস্তা পুণ্য।
ইলিশের খরচে গরু কিনা যাইত,কত বিষদগার ,
এক দিনের বৈশাখী খরচ নিয়া করিলে কত টানাটানি জঘন্য
তুমি কি করিয়াছ সেই দান যোগাইতে কারো অন্ন !
জাত পাত ধর্ম কর্ম ,সংস্কৃতির যোজন বিয়োজনে
যে যাহারে পরিয়াছ করিয়াছ ছেড় খানি নিজ নিজ গুনে
আমি বাপু খুশি শান্তিতে- মিল বন্ধনে ।
পাপ পুণ্যের বিচারের মালিক স্বয়ং সৃষ্টি কর্তা
রোজ হাশরে যার জবাব সেই দিবে, আমি ভাবি তা,
ইংরেজি বর্ষ বরণে নাক শিটকান কত জনে
ইংরেজি তারিখে বেতন নিতে ভুলেন না সে জনে !
নাচা কুদা আজব ক্ষুদা ,যুগের তালে ডিজিটাল
মূর্তি পূজা ছিল যাদের ,বৈশাখাতে হয়ে যায় সবার !
যাবে কিনা অগ্নি পূজায় মঙ্গল প্রদীপ জেলে ঢাক ঢোল পিটিয়ে
সুখ কামনায় শান্তি কামনায় নানা কৌশল চলে !
তোমার যদি যাইতে নাহি চায় দিলে
করিতে এই আমোদ ফুর্তি উল্লফন
যাও বাবু মসজিদে করো দোয়া জাতির তরে
কে বাধাদেয় তোমারে ?
শংখ বাজাও , ভজন, করো কীর্তন ডাকোযিশুরে
ডাকো নিজের বিশ্বাসের সৃষ্টি কর্তাকে।
হিংসায় নয় ,ঘৃণায় নয় কর্মে দেখাও পথ
প্রিয় বাণীতে মুগ্ধ করো ,নাও শান্তির সমঝোতার শপথ.
সবার অধিকার আছে বেঁচে থাকার
শান্তির মাঝে অশান্তি থেকে দুরে থাকো
নিজের জ্ঞানের আলোয় ধর্মের দুত্যিতে
শান্তির মাঝে ধর্মের বিস্তার করো।
এসো নতুন বছরে হিংসা বিভেদ ভুলে
এগিয়ে যাই ,ভুলে যাই পুরাতন জীর্ণতা
গাই সাম্যের গান,সম্প্রীতির বন্ধনে
এগিয়ে নেই সোনার বাংলাদেশ প্রিয় জন্মভূমিকে।
কবি:
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
(সিঙ্গাপুর mount batten)
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস