 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
পাঠকই লেখক : দুই হাফিজি মাদ্রাসার ছাত্রের বুকে পবিত্র কোরআন শরীফ। আর তাদের হাতে ভিক্ষার ঝুলি।
দৃশ্যটি বারবার চোখে পড়ে। তাদের মা তাদের হাতে পবিত্র কোরআন তুলে দিতে পেরেছে। কিন্তু ভাতের ব্যবস্থা করতে পারে নাই। এমনকি পরনেও ভালো কাপড় নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ছবিটি বারবার চোখে পড়ে। আলোকিত জীবন গড়ার জন্য তাদেরকে সুন্দর করে পবিত্র কোরআন তুলে দিয়েছেন মা।
ধন্যবাদ তাদের মা-বাবাকে। কিন্তু কোরআন শিখবে আর ভিক্ষা করবে এটি বেমানান। দেশে এমন উদাহরণ খুঁজলে অনেক পাওয়া যাবে।
এদের জন্য ভালো কোনো উদ্যেগ নেয়ার জন্য কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। (লেখক: হাফেজ আল আমিন, পিরোজপুর থেকে)
১৩ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর