অদৃশ্য কালো হাতের থাবায়
ক্ষত বিক্ষত হচ্ছে স্বপ্নের ডানা
খসে পড়ছে সম্ভাবনার পালক!
একদা যেখানেই দাঁড়াতাম
শুরু হতো লাইন
এখন অনুভব করি হচ্ছে ব্যাপক
ফিরে দেখি শুন্য আমি একা!
কেউ ছিলো,এখন নেই!
তবে কি ফুরিয়ে গেছি,
নি:শ্বেষ হয়ে গেছি
অহংকারী ছিলাম কি?
নাকি ধরেছে ভীমরতি!
হয়ে উঠেছি কি স্বার্থপর?
আয়নায় দাঁড়াই,নেই বন্ধুর মুখ
অচেনা অজানা কিম্ভুত কিংম্বাকার
মুখেশের আড়ালে
কে অট্টহাসে? পরিচিত মনে হয়!
হ্যাঁ এ তো আমার আওয়াজ,এমন কেনো?
তবে কি আমার শত্রু আমি?
নাকি আমার বিবেক?
মন আর মগজের যুদ্ধে পরাজয় আমার!
পরাজয় অহংকারের, পরাজয় গৌরবের!
পরাজয় অস্তিত্বের! পরাজয় মনুষত্ব্যের!
পরাজয় নির্বোধ ভালাবাসার,মায়া মমতার!
পরাজয় মনের,পরাজয় সৃষ্টির উম্মাদনার!
পরাজয় স্বপ্নের,পরাজয় অন্ধ,বধির বিশ্বাসের!
ফুল প্রস্ফুটিত হবার পুর্বেই কলিতে মুর্ছায়!
এমন তো কথা ছিলো না, সব ভুল আমার
শুধু আমার!
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
(সিংগাপুর প্রবাসী)
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস