সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ১১:২৬:৩২

লেখা বিক্রি হয় না, লেখক বিক্রি হয়!

  লেখা বিক্রি হয় না, লেখক বিক্রি হয়!

ক্ষেপেছেন জ্ঞানীরা, জায়গা নেই নবীনের !
সাহিত্যের পালা বদলের কান্ডারী থাকবেন গুরু রাই !
সুযোগ রেখ নবীনের তরে ,
ওদের লেখায়ও কখনো মুক্ত, কখনো রক্ত ঝরে।
ওরাও কবিতায় অন্যায়ের প্রতিবাদ করে ।
 
মন্দ কি ,অকবির কলমে যদি দু একটি কল্যানের শব্দ আসে !
কবিতা না হয় বাদ ই দিলাম, মনের কষ্ট ,
হতাশা যন্ত্রণার কথা, সে যে শব্দমালায় গাঁথে
কবিতা কি এমনি আসে, নাজিল হয় মনের আকাশে ।
 
কাগজের পাতায়, কবিতার খাতায়
মাঝে মাঝে গড়ে আপন ভুবন, আপন মনে স্বপ্নের রাজ্য গড়ে !
অনুপ্রেরণা না হোক, জয়গানের স্তুতি না হোক
নিরাশ করো না ,অকবিরে ?
 
কাগজের পাতায় ক্ষুদিত নাম অঙ্কিত মোহর চায় না সকলে
যুগ বদলেছে, পদ,পদক, পদবী অর্থের বিনিময়ে জোটে
ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লেখা
যে সাহিত্য -কাব্য -কবিতা, তার বিনিময় কে দিতে পারে?
 
অমরত্বের সুখ লাভে সকলেই পাগল পারা ,
ধনীর ধনে গরিবের মনে একটাই বাসনা ,
মরে গেলে আমায় কেউ যেন ভুলে যায় না।
স্থান খুঁজে সবাই, তাই হয়তো কেউ লেখক, সাংবাদিক,কবি, স্বেচ্ছাসেবী হয়ে যায়
নিজেরেই দেখে স্বর্গে মনের আয়নায় !
আছে কি পবিত্র কোন ক্ষেত্র এই সমাজে, এই দেশে, এই ধরনীর বুকে
কোথাও এক রত্তি সুখ খুঁজে পাবে।
 
সন্মান বেচা -কেনা কে করেছে শুরু ,বলে দাও গুরু
কে করেছে শুরু ,ওহে মহা গুরু ,
বিদ্যা বিলিয়ে দিতে চায় কে আজ কাল বিনিময় ছাড়া ?
ফুলের তোড়ায় পুস্পের হাসি হাসে কারা ?
স্বার্থ ছাড়া কে করে আয়োজন ,কে করে কাহারে স্মরণ !
নাম বিক্রি হয় কবি গুরু রবি ঠাকুরের ,বিদ্রোহী কবি নজরুলের
বাদ যায় না সনেট সম্রাট মদুসুধন ,পল্লী রাখাল রাজা কবি জসিম উদ্দিন
এত ছবি এত গান ,এতো কবিয়াল, গ্রুপ,সংগঠন
সবাই করতেছি কি, লিখেতেছে কি কেউ কি জানেনা ?
অপমান -বদনামে কবি লেখক লেখা ছাড়ে না।
 
কলম বলবে কথা সময় হলেই ,
পদ পদক পদবী দিও না, ডেকো না, থেমে যাবে সব পদক ব্যাবসা ,
সাহিত্য বদনাম হবে না।
শুধু শুধু ক্রেতাকে অপরাধী করোনা,বিক্রেতাকে ছেড় না।
কবিতা ,লেখা বিক্রি হয় না ,কবি,লেখক বিক্রি হয়,বিবেক বিক্রি হয়
আফসোস লাজ লজ্জা ভুলে আমাকে বার বার লিখতে হয় !
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
(সিঙ্গাপুর প্রবাসী)
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে