বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০১:৫৪:১১

হিস্ কাউকে বলো না, আমার কিছু কষ্ট আছে

হিস্ কাউকে বলো না, আমার কিছু কষ্ট আছে

হিস্ ,কাউকে বলো না , আমার অনেক কষ্ট আছে ,কাউকে দেবো না,চাইলেও পাবে না।
এ যে আমার ভালবাসার বিনিময়ে পাওয়া। ধৈর্য্যের বিনিময়ে পাওয়া।
চেও না , এ আমার একান্ত আপন ,শুনবে ,আজ না ,আমার অভ্যাস ভালো না !
কেউ কিছু চাইলে দেই না !

 না চাইলে কলজেটা, শরীরের রক্তের শেষ বিন্ধু দিয়ে দিতে পারি
নির্ভর করে খেয়ালী মুডের উপর ,হেয়ালি জীবনের উপর !
জানো ,কেউ কিছু সাধলে , মুখের উপর না করে দেয়ার অভ্যাস আছে ,
চেয়ে খেতে পারি তোমার ভালবাসায় মাখানো সব !

হুশ , কাউকে বল না ,দেয়ালের ও কান আছে ,কি  , বলে দেবে সবাইকে?না বলো না ,প্লিজ !
আজকাল আবার কিছুই গোপন থাকে না ,বাঁশ ঝাড় থেকে বিলাস বহুল বহুতল ভবন ,
জেলখানার চৌদ্দ শিকের চিত্র ,রাত বিরাতে আলো আঁধারের গল্প,কপোত -কপোতীর শুদ্ধ আলিঙ্গন ,
সব ফাঁস হয়ে যায়।

চুপ. এক দম চুপ শব্দ করো না,সবাই জেনে ফেলবে আমার কিছু কষ্ট আছে
কাউকে দেব না!এই কষ্ট গুলি আপনজনের ভালবাসায় কেনা,
'মাথার ঘাম পায়েফেলে শ্রমের বিনিময়ে কেনা।

 প্লিজ কাউকে বলো না,আমার কিছু কষ্ট আছে
কাউকে বলো না,আমিই  বলে দেব , বলে যাবো ,
আমার কবিতায়,গল্পে,এলোমেলো লেখায়,পত্রিকায়,ফেসবুকের পাতায়
আছি আরকিছু মারাত্মক কষ্টের অপেক্ষায় !
লিস্ট করে রেখেছি ,কে দেবে এই কষ্ট ,
আমি চলে গেলে মিলিয়ে দেখ সত্যি নাকি মিথ্যা বলেছি !
কবিরা মিথ্যা বলে না ,ইনিয়ে বিনিয়ে নাজিল হওয়া শব্দ নিয়ে খেলা করে।
না বলবো না,আমার অতি যতনে পোষা কষ্ট!

কবিরা মিথ্যের উপরে সত্যের প্রলেপ দেয় ধ্বংস ঠেকাতে
সত্যের উপর মিথ্যের আচ্ছাদন দেয়  সৃষ্টিতে, বুকের জমানো না বলা কথা গুলি
রেখে যায় বইয়ের পাতায় ,কবিতার খাতায়,
কবিতার পাঠক খুঁজতে হয় ,রাস্তায় ,অলিতে-গলিতে জোর করে কবিতা শোনাতে হয়,
নিজের অর্থে বই প্রকাশ করতে হয়,ইনবক্সে অনুরোধ করতে হয় ,
লাইক কমেন্টস নিয়ে সামাজিক মাধ্যমে স্টেটাস দিতে হয়.অভিমান ,
কবি হয় চাঁদা বাজ ,বিজ্ঞাপন বিলাসী,সাহিত্য নিয়ে জমজমাট ধান্দাবাজির ব্যবসা!
 কবিতা নিয়ে ব্যাবসা হয় ,গ্রুপিং হয় রাজনীতি হয়।
এ যুগের কবিতায় রবি ঠাকুর খোঁজে,নজরুল খোঁজে ,খুঁজে জীবানন্দ দাশ
যুগ বদলেছে ,কবিতা বদলে গেলেই দোষ!

কবিদের ভুল বুঝনা ,কবিতা এমনি আসে না
কবিতার জন্য পাগল হতে হয়,ভালবাসতে হয় ,কষ্ট পেতে হয়
শীতের পাখিরা কবি নয়, সৃষ্টির সমালোচনাকারী হয় ঈর্ষা করে ,
কবি সাজে,লেখক সাজে,অন্যের লেখা ডাকাতি করে ,সবার শুধু ভুল ধরে
,শেষে সব ধরা পরে! এ যে বসন্তের কোকিল ,কবি নামা পদবীতে চাই!

কবি জীবনের নক্সী কাঁথায় ফোড়ন কাটে , ছন্দের দোলায়
নিয়মে বাঁধা যায়না কবিরে ,নামের কবি লিখলেই কবি হয়না
কবিত্ব নিহিত থাকে কবিতায় ,কবিকে থামানো যায় না দাড়ি,কমায়  
যারা কবি হয় তাদের মনে সদাই প্রেম যমুনা বয়, কখনো নারীর প্রেমে,কখনো ,
খোদার প্রেমে ,কখনো ,মোহে ,কখনো ভালবাসায় হারিয়ে যায় ,
শব্দের জল বুনে ,সোজা কথা বাঁকা করে,বাঁকা কথা সরল করে বলে যায় অবলীলায়!

কবি হতে কবিতার প্রেমী হতে হয়,মহাজ্ঞানী ,বিজ্ঞানী নয়
প্রকৃতির সাথে ,বাস্তব,অবাস্তব,কল্পনার ,ভবিষ্যত ,অতীত ,বর্তমান ,
সময় নিয়ে জগাখিচুড়ি পাকিয়ে কবি হতে হয় !
হিস্ ,কাউকে বলো না , আমার অনেক কষ্ট আছে ,কাউকে দেবো না,চাইলেও পাবে না।
প্লিজ কারো মস্তিস্ক সন্তান নিয়ে কথা বলো না ,তাহলে বেঁচে থেকেও সে মরে যায় ,
কষ্ট পায় ,ভীষণ  কষ্ট !
এই কষ্ট কথা  আমার কষ্ট , হিস্ কাউকে বলো না ,আমার কিছু কষ্ট আছে !
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
২০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে