বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৬:৫৬:৩৬

ভাই

ভাই

ভাই কেমন আছ? আমি তোমার ছোট ভাই
সদ্য পাপের ঢালি মাথায় নিয়ে ঘুরছি
প্রবাসের পথে পথে কাজের ছলনায়,
আমার কষ্টের দেয়ালে ঠেকানো পিঠে
আজ প্রচন্ড ব্যথা, বাহুদ্বয় আর চলছে না
ভুলে থাকা ভাইয়ের কথা মনে কি পড়েনা!

প্রবাস আমাকে বানিয়েছে অপরাধী
স্বজন ভুলে থাকার কঠিন অপরাধে,
মৌন কাঠগড়ায় দাঁড়িয়ে স্বাক্ষী বিহীন
নির্দোষ দাবি করি মনের আদালতে।

কতটা অপরাধী এই  সভ্য সমাজে
কতটা অপরাধী তোমার মনের লোকালয়ে,
আমিতো করিনি পর তোমায়,,,,
কেন বন্ধন ভাঙ্গার সূর,ভাসি কোন মহাপ্রলয়ে।

এইতো দেখো আমি আজও, সেই তোমার
পরিহৃত গায়ের গন্ধযুক্ত জামাটা পড়ি
কোন এক আদর্শবান ভাইয়ের ভালবাসায়,
কিন্তু আমি কেঁদে যাই নীরবে ঘুমন্ত নগরীর
আকাশ ছোঁয়া অট্টলিকার পাদদেশে
অপরাধী বানালো কে, কোন ললনায়।

তুমি ভালসার ছলে করেছ শাসন ভাই বলে
শ্রদ্ধায় শিক্ত হই,তোমাকে কোন আসনে
রাখিবো ভাবায় তবু অশ্বিণ তলে,
এত মহানুভবতায় কিভাবে পারো তুমি
এই আদরের ছোটকে ভুলে থাকতে।।

ভাই  এখন আর চলেনা জীবন আগের মত
আমি ক্লান্ত আজ প্রবাসের মাটিতে
বিকল হয়ে আসছে আমার দেহ
কখনো মরণের হাতছানি উঁকি মারে
ফিরে যায় কি জানি কোন বারণে।

ভাই তুমি, বন্ধু তুমি মানুষ গড়ার কারিগর
তোমার সাথে তুলনা নাহি চলে,
আজ না হয় কাল হয়ত আসিবো
তোমার দুয়ারে, নিথর দেহে ছোট ভাই বলে।
কবি: তারেক হাসান
২০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে