বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৬:০০:৫৯

আমি অভিশপ্ত, দেউলিয়া

আমি অভিশপ্ত, দেউলিয়া

সেদিন সকালের সোনা রোদ ঝরে পড়েছিল
তোমার লক্ষী কপালে;
তাতেই ফিদা হয়েছিলাম আমি
ডেকে এনেছিলাম তোমার সর্বনাশ
আমার আকুতি-মিনতি, আমার ভুল
জীবনের প্রথম নারী হিসেবে
তোমার হাত ধরে বুক ধরফর প্রোপোজ ;এইসব
পাগলামীর বিনিময়ে পেয়েছিলাম তোমাকে
প্রথম তারুণের দিপ্তীতে রেখেছিলাম
তোমাকে ঘিরে ; অতঃপর ভালবাসার পৌরোষ্যে
ঋজু হতে হতে তোমাকে হারালাম;
বুঝলাম বন্ধুত্ব আর প্রেম পৃথক সত্ত্বা
আমার না বুঝা প্রেম আর
ভালবাসার স্বামীত্বের ঋণ
তুমি সন্ধ্যার ব্যালকুনিতে বসে চোখের লোণাজলে পরিশোধ কর
আমি অভিশপ্ত আমি দেউলিয়া।
কবি: সোহল এমডি রানা
২১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে