শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ১০:১৩:৫৪

তবুও ভালবেসে যাই

তবুও ভালবেসে যাই

আমার এই জীবনে
অনেক নারীকে লেগেছে ভালো
ভালও বেসেছি বটে,
হেসেছে সবাই ছলনার হাসি
ভালোলাগা ছিলো ভালো
ভালবাসার চার অক্ষর
লেখেনি নিয়তি এই ললাটে।

শুধুই মিছেমিছি -----
জেগেছি সারা রাত
শেষ করেছি ডায়েরীর পাতা
আর মূল্যহীন কলমের কালি।

হারিয়েছি জীবনের পশ্চাতে
কিছু সময় আর সাবলীল ভবিষ্যৎ
তফাৎ আর কিছু নয়
মানুষ পায় ভালবাসা
আমি পেলাম কি?

ছলনার ছলছলানি ভ্রমরের চোখে
এঁকে যাই আজও
সরষে ফুলের পাঁপড়িতে
দোলায়ে প্রেয়সীর ঠোঁটে,
টোলপড়া গালে তিলকের
মাঝে ছোট্ট একটা মনের আকুতি।

কত প্রেয়সীর আনাগোনা
দেখি দুচোখ মেলে,
আমার একাকী জীবনে
আজও এলো না কেউ
দুচোখ ভরা ভালবাসা নিয়ে
হাহাকারের হৃদয়ে উঁকি দিতে।

এতো ভালবাসা,এতো ছলনা!
কি করে তার দেখা পাই,
দেখেনি কভুও তারে,
তবুও ভালবেসে যাই।
কবি: তারেক হাসান
২৩ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে