শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ১১:৩২:০৪

আল্লাহ বলে এক জন অবশ্যই সৃষ্টি কর্তা আছে

 আল্লাহ বলে এক জন অবশ্যই সৃষ্টি কর্তা আছে

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, সিঙ্গাপুর থেকে: শত বত্সরের গ্যরান্টি দেয়া ইমারত, রাস্তা, ব্রীজ  ধ্বংস হয় প্রাকৃতিক দুর্যোগে। ভূমিকম্প, সাইক্লোন, বন্যা, খরা, জলোচ্ছাস, দাবানল হঠাৎ আগুন সব কিছুই মানব সৃষ্ট নয় !
বৈরী প্রকৃতির কবল থকে বাঁচে কজনা, কতই তো দুর্যোগ প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছে মানুষ। বাঁচতে পারে কি ?

কার শক্তি বেশি, মানুষের না প্রকৃতির ?
বিশ্বাস হয় না কেন, কোন এক জন আছেন, যিনি এই প্রকৃতির মালিক, যিনি সব কিছুর সৃষ্টি কর্তা ।

 সৃষ্টি কর্তার শক্তি কল্পনা করা যায় কি? তাকে নিয়ে ও মানুষের মনে কত প্রশ্ন !
আল্লাহ, গড, সাম  ওয়ান হাভে এ  ক্রিয়েটর, মানতে নারাজ কত জনা, কত তুলনা !
চোখ বন্ধ করে নিজের পৃথিবীতে আগমনের, বেড়ে উঠার  ধারাহিক পরিবর্তন কল্পনা করলেইতো মনে প্রাণে বিশ্বাস আসার কথা, আফসোস, আসে না !

কেউ একজন আছে, যিনি সৃষ্টি কর্তা, আমার আল্লাহ , অন্য বন্ধুর গড বা যে নামেই ডাকো, আছে তো।  
আল্লাহ  আছে, তিনি ছাড়া আর কেউ নেই তার সমকক্ষ অনলি হি ইজ  দা অল  মাইটি।

তার বাণী, তার কথা পৌঁছানোর জন্য যুগে যুগে মহামানব এসেছে পৃথিবীতে  নানা কিতাব এসেছে, আমাদের সেই মহামানদের সৃষ্টি কর্তা নিরাকার এ আমার বিশ্বাস,  আমার সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন, আল্লাহ।
ধর্মের লেবাস নিয়ে ধর্মকে প্রশ্নবিদ্ধ করো কত জন বাঘের সামনে দাঁড় করিয়ে চাও সৃষ্টি কর্তা আছে তার প্রমান!
জন্ম নিয়ে পৃথিবীর আলো  বাতাসে আসিতে দাও আজান, কবরে যেতে জানাজার হয় প্রয়োজন, নিজ ধর্ম নিয়ে প্রশ্ন তোল আহা সে কি পৈত্রিক সূত্রের নামের মুসলমান!

মানুষ কেন এতো হানাহানি, কিসের জন্য? কিসের এতো ক্ষমতার লোভ? মুসলিম তোমাকে যেতে হবে কবরে, মাটিতে, মরণের পরে আছে হিসাব নিকাশের আরেক জীবন।
আমার ধর্ম ইসলাম, তাই বলে আমার ইসলাম মুহাম্মদ (স:) আল্লাহর প্রেরিত রাসুল, শেষ পয়গম্বর, শেষ নবী এই বিশ্বাস নিয়েতো বড় হয়েছি, নিতে চাই বিদায় ধরণীর বুক থেকে ।

তোমার বিশ্বাস নিয়ে তুমি থাকো, কেন করো আঘাত ?
হে ধর্মের অনুসারীগণ, মানুষ হত্যায় কি পুণ্য আছে ?
ঢাল তলোয়ারের যুগ, সে কবেই গেছে।
নিজের ধর্মের আলোকিত দিক তুলে ধরো কর্মে আর ব্যবহারে।
শান্তি আর সমৃদ্ধির পথে কেন ছড়াও উত্তজনা বারে বারে ?
রাজনীতির নষ্ট পথে ধর্ম নিয়ে কেনা টানা হেঁচড়া !
ধর্মের বিরুদ্ধে বললেই বুঝি হয় আধুনিকতা, বিজ্ঞান মনস্কতা !

হিন্দু বন্ধু  তোমার শেষ গন্তব্য পৃথিবীর বুকে ওই আগুনের লেলিহান শিখায়
অন্যের ধর্মের বন্ধুরা তোমাদের নিতে হবে বিদায় একদিন, তোমার ধর্মের নিয়মে কেন আমরা থাকতে পারিনা ভাতৃত্বের বন্ধনে !

কত মাজহাব, কত ভাগাভাগি, দলাদলি একই ধর্মে, এইযে  মানব সৃষ্ট, সৃষ্টিকর্তার নহে।
বিজ্ঞান নিয়ে বড়াই করো, ধার্মিককে বলো অন্ধ, অস্বীকার করছি না আছে কিছু ধর্মান্ধ, তাদের কারণেই মনুষত্ব্য, মানবতা  বিলীন হয়ে যাচ্ছে,
আকাশ, চন্দ্র, সূর্য্য, গ্রহ, তারা, সাগর,মহাসাগর, মানুষ, পশু পাখি, অপরূপ প্রকৃতি সবই কি আপনা আপনি হয়েছে ?

না, এই সব সৃষ্টি কেউ করেছে এমন  একজন  আছে এ আমার বিশ্বাস, আল্লাহ বলে, এক জন অবশ্যই সৃষ্টি কর্তা আছে ।
২৩ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে