রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০১:৫২

সাভার ট্রাজেডি

সাভার ট্রাজেডি

আকাশ কাঁদলো, বাতাস কাঁদলো, কাঁদলো বাংলা দেশ, দেখলো সারা বিশ্ব
দু বেলা দু মুঠো আহারের জন্যে, কত জন হলো নিঃস্ব
মেহেদীর রং মোছে নাই চলে গেছে না সকিনা
ধ্বংস স্তুপের মধ্য থেকে বাঁচার আকুতি করিয়াছে মর্জিনা ,
সে আকুতিতে জীবন বাজি রেখে কত ভাই উদ্ধার করিয়াছে জীবিত কিংবা মৃত
বাঁচাইতে না পারিয়া হু হু করিয়া কাঁদি য়াছে হয়েছে অশ্রু সিক্ত।

বাহিরে মায়ের আর্তনাদ, বোনের বিলাপ, বাবার স্তব্ধতা ,
চারিদিকে শোকের মাতম, সকলেই সর্ব শান্ত !
খুনী রক্ত চোষা দের হৃদয়ে কাটেনি দাগ, তাজিনে আগুন দিয়ে হয় না এরা ক্ষান্ত ।
যাদের রক্ত ঝরা ঘামের অর্থে বিলাস বহুল জীবন, মৃত্যুর দুয়ারে ঠেলে দিলো রানা
শ্রমিকের ন্যয্য মুজুরীদিতে মালিকদের সদা টালবাহানা।

আর কত রক্ত দিতে হবে, আর কত আগুনে পুড়তে হবে
একটু মাথা গোঁজার ঠাঁই, লজ্জা নিবারনে এক টুকরো কাপড়।
পরিবারের কপালে রাজটিকা পরাতে নয় ,
সামান্য আহার যোগাতে দিতে অকালে দিলো প্রাণ !
মালিক রুপী শোষক শ্রেনীর রক্ত চক্ষু, কেড়ে নিল কত গুলি জীবন।

কত বোনের হলো না বধু সাজা, কত ভাই দিতে পারল প্রিয় তমার খোপায় লাল গোলাপ
কত শিশু পথ চেয়ে বসে আছে বাবা আসবে বলে
গৃহিনী রেঁধেছে নানা খাবার খাবে স্বপরিবারে
কিচ্ছু হলো না কেউ বিদায় নিল এ পৃথিবীর মায়া ছেড়ে ,কেউ হলো সারা জীবনের জন্য পঙ্গু
দুঃখিনী মা সারা জীবন পথ চেয়ে থাকবেন সন্তানের ফেরার আসায়,
শির দাঁড়া ভেঙ্গেছে কারো, চলে গেছে
হাত পা হারিয়ে পঙ্গু যে কেউ, হাসপাতালের বিছানায় দিবা নিশি করিছে অশ্রু পাত
খোদার লীলায় কেমন করিয়া বাঁচিয়া থাকিলো দিনের পর দিন,
কেউবা আবার চলিয়া গেলো মুহুর্তেই, সেটা তার জীবনের শেষ দিন।

শাহিনা আপু চেয়েছিল বাঁচিতে, অপেক্ষার ভয়াল পাঁচ দিন ,
বাঁচাইতে না পারিয়া অশ্রু সিক্ত সেনা বাহিনী, ফায়ার ব্রিগেড, সাধারন জনতা ,
উদ্ধার কর্মী আস্তিক-নাস্তিক সকলেই কাঁদিছে সব কটি উদ্ধারের দিন।

বড় বড় মোবাইল কোম্পানি, বড় বড় হাসপাতাল লুকাইয়া ছিলো দূর অজানায়
এনাম মেডিকেল যা দেখাইল জাতি নিশ্চয় স্মরণ রাখিবে, থাকবে প্রানের মনি কোঠায়।
মানবাধিকার কর্মীরা বসেরা ছিলেন সবাই ছুটিতে ,
জাগরন -হেফাজত -স্বেছা সেবী ভাই বোনেরা যে সেবা দিয়াছে জাতি পারবে না ভুলিতে।
এ কেমন ভালোবাসর টান, শত্রু মিত্র সকলের এক সাথে সহ অবস্থান
ডাক্তার নার্স হাসপাতাল ,
ছাত্র জনতা সাধারন মানুষ একই সাথে উদ্ধারের এক ঐতিহাসিক দৃষ্টান্ত ,
দুঃখ আমাদের রয়ে গেল এ দুঃ সময়ে রাজনীতিবিদরা ছিলো না ক্ষান্ত, সুযোগ পাইলে ই দিয়াছে টান।
আসলে এদের মন বলে কিছু নেই চাই শুধু ক্ষমতা!
ছি :ছি নোংরা রাজনীতি ছি :
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
(সিঙ্গাপুর প্রবাসী)
২৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে