ঘুম! ঘুম কেন আসে না
এইগহীন রাত্রি ক্ষণে ?
চোখ দুটো যে তাকিয়ে আছে
ঘুম আসারি পাণে
নীরব এই জোস্না রাতে
ঘুম কি আজ পালিয়ে গেছে?
ঘুম, আমি যেতে চাই তোমার দেশে,
বুনতে চাই হাজারো স্বপ্ন কল্পনায় এসে।
ঘুম, আমায় নিবে কি তোমার দেশে?
ঘুম, তবে কি আজ আসবে না ফিরে
মায়াবী স্বপ্নে ভরা ছোট্ট এই নীড়ে ??
ঘুম, তবে কি আর আসবে না ফিরে !
অবুঝ বালকের অবাস্তব হাজারো কল্পনার ভিড়ে??
সবার মত পালিয়ে গেলে আসলেনা আর ফিরে!!
কবি: মোহতামিম ইসলাম নাঈম
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস