মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০৫:২৩:৪২

মৃত্যুর মোহর

মৃত্যুর মোহর

মৃত্যুর গ্যারান্টি শত ভাগ! বাঁচার ওয়ারেন্টিও নেই!
পথে ঘটে চলার পথে সাথে রাখুন কাফনের কাপড় ,
আতর গোলাপ চন্দন! এক আঁটি বাঁশ!

 সৎকারের শেষ সরঞ্জামাদি সাথে রাখুন
সব যাত্রার, শেষ যাত্রার!
যে কোন মুহুর্তে মৃত্যু হতে পারে, মৃত্যু উপত্যকায়!

ঘর থেকে বের হতে শেষ বিদায় নিন, শেষ বিদায় দিন!
ফিরে আসবেন যে দিন,
নফল এবাদত সেরে নিন, প্রভুর কাছে প্রার্থনা করুন ,
শুকরিয়া আদায় করুন, বেঁচে গেলেন একদিন!
আগামী দিনের প্রস্তুতি নিন একই নিয়মে!

আফসোস, জানতে পারলেন না
আপনার মৃত্যু হলো কার হাতে,
মানুষের হাতে নয় নিশ্চয় ?
মানুষের মানবতা থাকে, মনুষ্যত্ব থাকে
তাহলে মৃত্যু হলো কার হাতে ?

আস্তিকের হাতে নাকি নাস্তিকের হাতে ,
জঙ্গির হাতে সঙ্গীর হাতে
বন্য পশুর হাতে  নাকি কোন বাহিনীর হাতে
ক্ষমতা বানের হাতে নাকি ক্ষমতা চুতের হাতে
জানতে পারলেন না, আফসোস করে লাভ নেই
যে মরে সে এমনিও জানতে পারে না! নিয়ম নেই!

মৃত্যু হলে মৃত্যুর কারণ জানবেন,
আপনার রেখে যাওয়া বংশ ধর
মৃত্যুর মোহর দেয়ার বিভাগ আছে
হেলা খুশি মতো, সুবিধা মতো দিয়ে দেবে ?

পোস্টমর্টেম হবে যত বার প্রয়োজন!
একবার ধৌত করেবে, আলামত নষ্ট করিবে
মাটির নিচে ঢুকবে, পচাবে, তার পর পরীক্ষা করে
মোহর লাগবে, মৃত্যুর মোহর!
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে