বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ১২:৩০:৪৭

একটি ভোর

একটি ভোর

গভীর অন্ধকারে একাকী কাটছে
এই প্রবাসীর ছন্দহীন জীবন,
দুর গগনে মেঘের অাঁড়ালে মিশে গেছে
এক খণ্ড অালোহীন চাঁদ,
তাঁরাগুলো মাঝে মাঝে উঁকি দিয়ে-
অামাকে দেখে মুখ লুকিয়ে নেয়
দখিনা বাতাস থেমে গেছে অনেক অাগেই
নিঃশব্দ নিরবতায় স্তব্ধ রাত।

জোনাকিরা পাড়ি দিয়েছে দুর পাহাড়ে
মাঝে মাঝে পাখির ডানা ঝাপটানোর শব্দে
মনে অাশার অালো জ্বলে ওঠে,
এই বুঝি ভোর হবে! অালো জ্বলবে!
অাবার ভরে উঠবে জীবন কবিতা গানে,
বাঁশি বাঁজবে মঞ্চে, শুরু হবে নতুন অভিনয়,
থোকায় থোকায় কৃষ্ণচুড়া ফুটবে শাখে
প্রেয়সীর খোঁপায় অাবার গুঁজে দেব রক্তজবা
কিন্তু না!

অামার জীবন রাত্রীর অাঁধার কাটে না
সোনালী অালোয় ভোর হয় না।
প্রবাসের ইট পাথরের প্রাচীর ভেদ করে
অাজও ভোরের অালো দৃষ্টিতে অাসেনা,
তবুও চলছে জীবন জীবনের প্রয়োজনে
অাঁধারেই চলছে বেঁচে থাকার সংগ্রাম
একটি ভোর দেখার সংগ্রাম।
কবি: এম এ সবুর
(সিঙ্গাপুর প্রবাসী)
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে