বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০১:৩৪:০৭

অস্থির

অস্থির

গুম নাই, ধুর ঘুম নাই, গরম আছে
অস্বস্তি চরম, এর পিছনে আছে হাত কার ?
নিশ্চয়ই বিরোধী দল না হয় সরকার!

আসতে চায়, ইউরোপ নাকি কোপা  আমেরিকা ,
করছে কতো পায়ে তারা!
হাসছে দুর্জন, বক বক করিছে কুজন
মুর্খ কে ? বিশ্ব নেতা, দেশ নেতা  নাকি আমজনতা!
কেন এতো খুন, কেন এই আগুন
ওহ, সে কি গরম, অস্থির, অস্থির জীবন !

 ঘুম নাই, গরম আছে,  ক্লান্তি দেহে, ক্লান্তি চোখে
অস্বস্তি চরম, এর পিছনে আছে হাত কার ?
নিশ্চয়ই বিরুধী দল না হয় সরকার !
ওরাতো আছে, যে মারুক, স্বীকার করবেই ,
কেও বলে আইএস, ইয়েস, কেউ বলে জঙ্গি
মারিস যারা, কোন গ্রহের প্রাণীর তোরা
নাই কি দয়া মায়া! দিল কি দয়া হয় না !
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
(সিঙ্গাপুর প্রবাসী)
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে