শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ০৪:১০:১০

স্বার্থ

স্বার্থ

দুই দ্বি-গুণে চার, চার দ্বি-গুণে অাট,
অাট দ্বি-গুণে ষোল।
ভালোবাসার এই সহজ নামতা
অামার অার ভালো লাগেনা।

মস্তিষ্কের বোধ শক্তি দিনের পর দিন
এতো বেশি কমে গেছে যে-
কারো ভালোবাসা অার বুঝতে পারিনা,
বন্ধু-বান্ধব, অাত্বীয়-স্বজন এমন কি
নিজ রক্তকেও অার বুঝতে পারিনা।

বিশ্বাস অবিশ্বাসের চাবুকে জর্জরিত
অামি এক দেশ ত্যাগী প্রবাসী মানুষ,
অর্থের কাছে নির্বোধ বিবেক,
স্বার্থের কাছে পরাজিত প্রেম,
পরাজিত শ্রমিকের ভালোবাসা।

অামি স্বার্থহীন হয়ে ভালোবেসে জেনেছি
স্বার্থের মোহে কতটা নিচু হয় মানুষ
নিজের স্বার্থ উদ্ধার হলেই-
কলার খোসার মতো ছুড়ে ফেলে ,
অামাকে; অামার মতো প্রবাসীকে।
কবি: এম এ সবুর
(সিঙ্গাপুর প্রবাসী)
৩০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে