শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ০৫:১০:৩০

শ্রমিকের শ্লোগান

শ্রমিকের শ্লোগান

আমি এক শ্রমিক, এটাই আমার পরিচয়
শ্রমিকের হাতে ঘুরে কলের চাকা
শ্রমিকের হাতে ঘুরে গাড়ীর চাকা,
চাই যদি ন্যায্য শ্রমের মূল্য
মালিকের চোখ কপালে উঠে
ভ্রু কুঁচকে হয় বাঁকা।

জন্ম থেকে হয়নি শ্রমিক, কর্মে আমি শ্রমিক
পেটের দায়ে পিটাই লোহা, নেই অহমিকা
আমি থাকি কুঁড়েঘরে, মালিক অট্টলিকায়
কে বানালো অট্টালিকা ভুলে গেছে তারা
ঘর সাজানো হয়নি কেন? আমি শ্রমিক ছাড়া।

মালিক পড়ে দামী পোশাক ছুঁইলে যাবে জাত
ভুলে গেছে দামী পোশাক তৈরিতে লেগে আছে
কপাল পোড়া এই শ্রমিকের হাত
স্বার্থে একটু ব্যাঘাত ঘটলে, গায়ে করে আঘাত।

রক্তপাতেও হয়না ক্ষান্ত মালিক ভাবে যারা
শ্রমিক যদি না থাকিতো কেমনে মালিক হত তারা,
চাইনা আমরা অট্টলিকা, চাইনা মোরগ পোলাও
মোটা ভাতে সুখে আছি শুধু, ন্যায্য শ্রমের মূল্য দাও।
কবি: তারেক হাসান
(সিঙ্গাপুর প্রবাসী)
৩০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে