অন্ধকে পথ দেখাতে নেই! এই কথাটির ব্যাখা কি ?
জানেন কেউ ? কোন অন্ধ ?
আচ্ছা পথ দেখালে কি করে ?
সে তোমার পথে কাঁটা দেয়, না তোমার পথ মসৃণ করে ?
সুগম করে পরবর্তী কারো জন্যে ?
অনেকে নাকি অন্ধের ভাব ধরে থাকে!
ওদের অক্ষি কাঁচে নাকি দূর দৃষ্টি অনেক দূর অবধি ?
ওদের মস্তিস্কে নাকি চোখ আছে ?
ওরা নাকি দেখতে পায়, ওদের ভুত ভবিষ্যতের পথ পরিক্রমা !
আমি না আধা অন্ধ, দেখি না ঠিক মতো!
আমার অক্ষি কাঁচে,আজ কাল কিছুই দেখা যায় যায় না ,
সব ঘোলা ঘোলা, ঝাপসা ঝাপসা !
কেন? জানিনা ,আমিতো চোখের ডাক্তার না
চক্ষু নেই, বললেই চলে !
দোষটা আবার না ভ্রুণ , জাইগোট, নিষেক , শুক্রানু ,ডিম্বানু
আশেক ,আশেকী তক যায় , পরম্পোরায় পৌঁছায় ?
কি করবো ভাবছি, চোখ বদলাবো ,
ল্যান্স লাগাবো , অক্ষী কাঁচ বদলাবো ?
আমার মস্তিস্কের চোখের কি হবে ?
মনের মাঝেও তো চোখ আছে , তাই না ?
অন্তর চক্ষু, দিব্য চোখ, সে চোখেও যে দেখিনা !
মন বদলাবো , বিবেকের চোখ , ইস সেটাও যে নেই !
তাহলে মরে যাই , কি আর করা, সু -সাইড করি !
কি লাভ বেঁচে থেকে ? মনুষত্বের চোখটাও যে অন্ধ !
অভিবাদন অন্ধ বন্ধু আমার, ঈর্ষিত নই, অভিবাদন তোমায়
অভিবাদন তোমার মস্তিস্কের চোখকে,মনের চোখ, মানবতার চোখ ,
বিবেকের চোখ , কৃতজ্ঞতার চোখ মনুষত্ব্যের চোখ !
আমার মতো আধা অন্ধের অক্ষী কাঁচের প্রয়োজন নেই
তোমার ,তোমাদের ,প্রয়োজনটা শুধুই আমার !
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস