 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
ভালবাসা শুধুই বিষাদময়
তাকে কি ধরা যায়
যদি এক বার পালিয়ে যায়
ফিরে কি আসবে কোন
ছলনায়
তারা পারও বটে
কার মন কে নিয়ে পুরো ছলনায়
নষ্ট করে দিতে কার জীবন টায়
পাল্টে যেতে পারে
লাগে না কোন হাওয়াই
তারা চলতে পারে কত
সহজে প্রতিকুল অনুকূলে
যে দিকে স্রোত যায়
ভুলে যেতে পারে তারা
খুব সহজেই
যা পারে না আর কেউ
কেমন তারা কেমন তাদের মন
ছলনাতে কাটিয়ে দেয় সারাজীবন
এটা কেই আবার বলে তারা
জোর গলায় ভালবাসা নাকি কয়
এটা ভালবাসা নয়
সবকিছু নিঃশেষ করে দেয়
কবি: আওলাদ হোসেন (অনার্স ১ম বর্ষ)
০৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস