সকাল সন্ধ্যা কাজের মাঝে তোমার পরশ খুঁজি, তোমার দেয়া মমতা ,আদর আর কোথাও নেই
সত্যি কোথা বলছি মাগো, তোমায় বিহনে এই প্রবাসে আমি ভালো নেই।
মা আমার মা, তোমার হয় না তুলনা, আমার দেয়া কষ্টের কথা তুমি মনে রাখো না ,
স্কুল থেকে যখন আমি ঘরে ফিরেছি, ঘামে ভরা দেহ আমার তোমার আঁচলে মুছেছি।
কত কষ্ট করে আমায় বড় করেছো, আগুনে পুড়ে বৃষ্টি ভিজে আমায় খাইয়েছ
ফজরের আগে উঠে তুমি রুটি বানাতে, ঘুম নষ্ট হবে ভেবে আমায় ডাক না দিতে
ট্রেনের সময় হয়ে এলে আদরের সে ডাক, উঠ বাবা নামাজ পড়, গাড়ি আসতে আর দেরী নেই
মা, তখন বড্ড রাগ হত, আজ আমি ভাবি সে দিন যদি ডাক না দিতে হয়তো অমানুষ হয়ে যেতাম
গাড়ি পোড়াতাম, সন্ত্রাসী চাঁদা বাজ হতাম, মাগো তুমি আমায় মানুষ বানিয়েছ।
পড়ার টেবিলে রাতের পর রাত জেগেছ, যদি যদি না জাগতে ,
আজকের এই সন্মান আজকের এই কাজ কিছু ই পেতাম না, ক্ষমা কর মা ,
আমি প্রবাসী, চাইলেই কাছে পাই না , সেবা করতে পারি না
আজ আমি আমার সন্তানের সাথে কথা না বললে কত খারাপ লাগে
বুজতে চাই না তোমার সন্তান দুরে থাকতে তোমার কত কষ্ট
মা প্রতিবার যখন বাড়ি থেকে আসার সময় হতো ,
লক্ষ্য করতাম ক'দিন আগে থেকে তোমার চোখ লাল
বুজতে দিতে না, তোমার কান্না দেখে যদি আমি কাঁদি, যদি ভেঙ্গে পড়ি
তুমি কত পবিত্র কত মহান ভুল করে ক্ষমা না চাইলে ও ক্ষমা করে দাও
ছাত্র জীবনে কোন দিন একটা ভালো কাপড় পড়তে দেখিনি
বাবার সামান্য আয়ে কি বিচক্ষনতার সাথে আমদের চালিয়েছ
মা মাগো আমি তোমায় অনেক বেশি ভালো বাসি, তেমনি বাবাকে ও
তোমার তুলনা শুধুই তুমি , সময়ের পরিবর্তনে ভুল হলে ক্ষমা করে দিও,
আমি চাই সারা জীবন তোমার আচলের ছায়া, তোমার দয়া যেন পাই
তোমার এক ফোটা দুধের দাম আমি কেন পৃথিবীর কোন সন্তান শোধ করতে পারবে না
ছোট খাটো বিষয়ে চিত্কার চেচামেচি করি টেলিফোনে ,
রাগ করি ফোন কেটে দেই .একটু পর ফোন করলে সে মধুর আওয়াজ যেন কিছুই হয় নি
আমায় গর্ভে করে ধারন কত যাতনা সয়েছ, মা তুমি ছিলে বালিকা মা আমি তোমার প্রথম সন্তান
ভাবতে অবাক লাগে আমি যখন গর্ভে ছিলাম আমর প্রতিটি লাথি কেমনে সয়েছ
আজ আমি ও বিয়াল্লিশ বছেরর ,হাটুতে ব্যথা, কোমরে ব্যথা, সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ি
মা আমি তোমার বুড়ো খোকা ,মনের অজাতে কোন ভুল হলে ক্ষমা করে দিও
তোমার পায়ের ধুলো মাথায় নিতে পারি না, কাজ সেরে ঘরে ফিরে তোমায় ডাকতে ইচ্ছে করে
মা মা মা বলতে ইচ্ছে করে ,পাই না ,আমি যে প্রবাসী
আমার অভ্যাস মনে আছে মা ,যে কোন কাজে যেতে তোমার পায়ে ধরে সালাম করেছি কত
আর তোমার দোয়া আজ রঙিন করেছে জীবন, ঘুরছি দেশ দেশান্তর
মাগো তোমায় মনে পড়ে এই প্রবাসে প্রতিটি মুহুর্তে
আজ তুমি অসুস্থ হাটতে পারো না বেশি ,কাজ করতে পর না আগের মতো
আমি মা বড়ই হতভাগা ছেলে তোমার সে মাধ্যমিকের পরে থেকে তোমা থেকে দূর বহু দূর
কখনো হোস্টেল ,সৌ দি আরব এখন সিঙ্গাপুর
নিজের বউ সংসার সন্তান কাজ ,
দোয়া করো আজ যেমনি তোমার স্নেহের আদরের ছায়া তলে আছি যেন বঞ্চিত না হই
তাড়া তাড়ি যেন প্রতিষ্ঠিত হয়ে তোমার কাছে আসতে পারি ,
মাগো আমি প্রবাসী ,প্রবাস থেকে আমি তোমায় বড় বেশি ভালো বাসি .
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
(সিঙ্গাপুর প্রবাসী)
০৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস