 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সময়টা বেশ বদলে গেছে
এখন উত্তর আধুনিক হাওয়া
সাথে পশ্চিমা ফ্লেবার আর
ডিজিটাল প্রযুক্তি মুঠোয় পাওয়া।
ইন এ রিলেশান ব্রেক আপ
আরও নিত্য নতুন শব্দঝাক
ডে উদ্ যাপন, সেলিব্রেট, ট্রিট
আর মায়া জড়ানো হাগ।
বাবাকে পাপস মাকে মম
দাদা গ্রান্ডফা দাদি বা কী কম?
ইতিহাস কোই? ঐতিহ্য বিদায়
এসব জানা তাদের কী দায়?
এফবি, টুইট, ইউটিউব হোটাসএ্যাপ
সেলফি, পাউট মাথা ছাড়া ক্যাপ
ভিতরে মানুষ বাহিরে সং
জাগাও অন্তর তাড়াও ডং।
স্রোতে ভেসে গেলে কচুরিপানা
টিকে থাকতে চাইলে এসব মানা
রোগের চিকিৎসা ডাক্তার খুঁজে
ঔষধ সেবন অসুখ বুঝে
আমরা নবীণ আমরা তরুণ
আমরা অাধুনিক আমরা অরুণ
সব মিথ্যা মন্দ নিপাত যাক
আধুনিকতার নির্যাস বেঁচে থাক।
কবি: সোহেল এমডি রানা
৮ মে ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস