বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৭:৫৭:০৩

কেউ বুঝলো না

কেউ বুঝলো না

মনটা আমার কেউ বুঝলো না ,

স্বার্থ বাজির দুনিয়াতে

আমার কথা কেউ ভাবলোনা !

মনের মতো  মানুষ পাইলাম না!

নিজের মাঝের মানুষটারে

নিজেই চিনলাম না।

মনের মতো মানুষ পাইলাম না।

 

দুনিয়াদারীর আজব খেলায়

 ফন্দি ফিকিরের ভবের মেলায়

নিজের কাছে নিজেই অচেনা।

আমার ক্ষেতের ফসল শুকায় ,

পরের ক্ষেতে সোনা ফলায়

নিজের মানুষ কেউ হইলো না।

মনটা আমার কেউ বুঝলো না,

মনের মানুষ কেউ হইলো না !


 

মন দিয়েছি যাকেই আমি,

 দিয়েছে শুধু বেদনা।

মনটা আমার কেউ বুঝলো না!

যখন যে সুযোগ পেলো ,

ভালবাসা নিয়ে আঘাত দিলো

বিশ্বাসের সাথে করলো প্রতারণা।

 

প্রয়োজনে আসে কাছে ,

শ্রদ্ধা,ভক্তি ,সন্মান করে

অন্তরালে গীবত করে ,

সিঁড়ি করে উপরে উঠে

কাজ ফুরালে আমি কেউ না !

মনের মতো মানুষ পাইলাম না।

 

সুখী আমি বেশ ভুষাতে ,

বুকে নিয়ে পাহাড় যন্ত্রণা !

মনটা আমার কেউ বুঝলো না!

 

স্বার্থ বাজির দুনিয়াতে,

মন্দ কাজের শঠের ভিড়ে

হারিয়ে গেলো মনের বাসনা !

আমার কথা কেউ ভাবলোনা !

 

রক্ত আমি করলাম পানি

কার সুখের লাগি ,তা না জানি

নিজের মাঝের মানুষটারে

 নিজেই চিনলাম না।

মনটা আমার কেউ বুঝলো না!

 

শ্রেষ্ট সবাই আমি ছাড়া ,

জ্ঞান বুদ্ধিতে সবাই ভরা ,

তুষের আগুন বুকে নিয়ে

বেঁচে আছি  কেন ,তাও জানিনা !

মনটা আমার কেউ বুঝলো না!
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিঙ্গাপুর প্রবাসী)
১২ মে, ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে