শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৯:১৮:৫৭

নামাজ

নামাজ

আজানের ধ্বনি ভেসে এলো কানে
বাজিয়া উঠিলো ক্ষণেক্ষণে,
তীর্থকন্ঠে আজান ফুঁকিলেন মোয়াজ্জিন
প্রতিধ্বনি সৃষ্ট হইলো মনে।

নামাজ কে ফরজ করিয়াছেন
আল্লাহ, সকল নরনারীর তরে,
না পড়িলে নামাজ, জবাবদিহি
হতে হবে মরণের পরে।

হে মুসলমান শুনিয়াছ কি?
বন্ধ কর আছে যত কাজ,
আজানের সুরে ডাকিয়াছে মোয়াজ্জিন
চলো যাই পড়িতে নামাজ।

ওজু করে টুপি পড়ে মসজিদেতে চলি
নামাজ পড়ে দুহাত তুলে, সব সমস্যার
সমাধান চেয়ে আল্লাহর কাছে বলি।

পূণ্য নাহি করিয়াছি, করিয়াছি পাপ
গাফফার নাম ধারণ করিয়াছ
এই নামাজের উছিলায়, সকল কে
করে দিও মাফ।
কবি: তারেক হাসান
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে