নাহিয়ান ইসলাম নাঈম:- কোন একটা সময় খুব সুন্দর চিঠি লিখতাম আমি..! এইচএসসি পরীক্ষা শেষ করে আমি ঢাকায় আসি চাকরির খুঁজে, অনেক দিন পর আমার একটা চাকরি হয়ে যায়। চাকরি হওয়ার কিছুদিন পর থেকে আমি আমার আম্মুকে চিঠি লিখতাম।
আমি আমার আম্মুকে (আম্মা) বলে ডাকি “আম্মা” এ শহরে বড় বড় বাড়ি আছে, চার-আঁট চাকার গাড়ি আছে..! ধোঁয়া, ধোঁয়া, রাস্তা, জ্যাম, মানুষের ভিড়ে, শুধু মাথায় হাত বুলিয়ে , বুকে জড়িয়ে “কেমন আছিস বাবা” কেউ নেই বলার...! খুব দেখতে ইচ্ছে করছে তোমাদের।
সবুজ গ্রাম, কাঁদায় ভরা মাঠ, বর্ষার দিনে বৃষ্টিতে বিজে বন্ধুদের সাথে খেলা, হাঁটুজল নদী, কত দিন দেখি না, খুব মনে পরছে তোমায়...! আজকে খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে, কিন্তু তার আগে আমাকে যে বেঁচে থাকতে হবে।
বেঁচে থাকার জন্য এই যে সুন্দর করে চিঠি লিখছি, টাইপ করছি, এই চিঠি কতজনকে পোস্ট করতে হবে..! আমাকে না চিনলে তারা বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করবে কেন? বন্ধুর কাছেই তো আমাকে সাহায্য চাইতে হবে..! বন্ধু কি বন্ধুকে মরতে দিতে পারে, মা? লেখক:- নাহিয়ান ইসলাম নাঈম
১৬ মে, ২০১৬/এমটি নিউজ২৪/নাঈম/মোঃনাই